সিডনি থেকে এল স্বস্তির খবর। অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওয়ানডেতে আহত হওয়া তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই মেডিক্যাল টিম।
ম্যাচে ক্যাচ নেওয়ার সময় প্লিহায় (Spleen) গুরুতর আঘাত পান আইয়ার। আঘাত বেশ গুরুতর ছিল, এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের (Internal Bleeding) কারণে ভারতীয় দলের মেডিকেল টিম তাঁকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে রেখে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়।
বিসিসিআইয়ের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা:
সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শ্রেয়স আইয়ারের সেরে ওঠায় বিসিসিআইয়ের মেডিকেল টিম সন্তুষ্ট। বিসিসিআই সিডনিতে ডঃ কৌরুশ হাঘিঘি এবং ভারতে ডঃ দীনশ পারদিওয়ালার প্রতি তাঁদের দক্ষ চিকিৎসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।
দেশে ফেরা: শ্রেয়স আরও ফলোআপ পরীক্ষার জন্য সিডনিতেই থাকবেন এবং বিমানে ওঠার জন্য উপযুক্ত ঘোষণা করা হলেই তিনি ভারতে ফিরে আসবেন। (বিসিসিআই ট্যুইট দেখুন: The BCCI Medical Team, along with specialists in Sydney and India, are pleased with his recovery, and he has been discharged from the hospital today.)
দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকার আশঙ্কা:
এই মারাত্মক চোটের কারণে, শ্রেয়স আইয়ারকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। সম্পূর্ণ সুস্থ হতে তাঁর প্রায় দুই মাস সময় লাগতে পারে।
প্রত্যাবর্তন: আশা করা হচ্ছে, আইয়ার ২০২৬ সালের জানুয়ারিতে আবার মাঠে ফিরতে পারবেন।
কেরিয়ারে বাধা: আইয়ার এর আগেও পিঠের চোটে ভুগছিলেন, এবং আবারও এই আঘাত তাঁর কেরিয়ারকে বারবার থমকে দিচ্ছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই হতাশাজনক সিরিজে তিনি দুটি ম্যাচে ৭২ রান করেছিলেন, যেখানে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৬১।