ফরাসি শাসনের অবসান, পুদুচেরি মুক্তি দিবস পালিত, মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী ওড়ালেন তেরঙা, Zee News-এ বিশেষ কভারেজ।

পুদুচেরি, ১ নভেম্বর (ANI): কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি আজ, ১ নভেম্বর (2025) উদযাপন করল মুক্তি দিবস (Liberation Day)। প্রায় ৩০০ বছরের ফরাসি শাসনের অবসান ঘটিয়ে ১৯৫৪ সালের এই দিনেই পুদুচেরি স্বাধীনতা লাভ করেছিল।

এই উপলক্ষে পুদুচেরি সমুদ্র সৈকতে গান্ধী মূর্তির সামনে আয়োজিত মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পুলিশের কুচকাওয়াজ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে এই দিনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। দীর্ঘদিন ধরে ফরাসি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতি বছর ১ নভেম্বর তারিখটি সরকারিভাবে পুদুচেরি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে মুখ্য সচিব, মন্ত্রী, বিধায়ক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ ও ছাত্রদের কুচকাওয়াজ গ্রহণ করার পর ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠীর পরিবেশনা হয়, যা বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপভোগ করেন। অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও পুদুচেরি-সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবসে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এই বিশেষ দিনটি কারাইকাল, মাঘি এবং ইয়েনাম এলাকাতেও উৎসাহের সঙ্গে পালিত হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy