দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আরপিজি গ্রুপের চেয়ারম্যান ড. সঞ্জীব গোয়েঙ্কাকে (Dr Sanjiv Goenka) বৃহস্পতিবার সম্মানিত করল অসম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। শিল্প, শিক্ষা এবং সমাজকল্যাণে তাঁর অসামান্য ও দূরদর্শী অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ লেটারস (D.Litt.) উপাধিতে ভূষিত করা হয়।
এই সম্মান প্রাপ্তির খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন ড. গোয়েঙ্কা। তিনি লেখেন, “অসম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ লেটারস (D.Litt.) উপাধি লাভ করে আমি গভীরভাবে সম্মানিত।”
শুধুমাত্র শিল্প নয়, ক্রীড়া জগতেও উজ্জ্বল নাম
ড. সঞ্জীব গোয়েঙ্কা শুধু সিইএসসি এবং আরপিজি গ্রুপের চেয়ারম্যান হিসেবে শিল্পক্ষেত্রেই নেতৃত্ব দেননি, বরং ভারতীয় ক্রীড়াজগতেও তিনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব।
খেলাধুলায় ভূমিকা: তিনি আইএসএল ক্লাব এটিকে মোহনবাগান সুপার জায়ান্টস এবং জনপ্রিয় আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস-এরও মালিক। তাঁর এই উদ্যোগ ক্রীড়াজগতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
সমাজকল্যাণ: শিল্পোদ্যোগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, শিক্ষা, পরিবেশ ও স্বাস্থ্যক্ষেত্রে তাঁর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) উদ্যোগও বিশেষ প্রশংসিত।
বাংলা ও উত্তর-পূর্ব ভারতের জন্য বিশেষ স্বীকৃতি
অসমের এই বিশ্ববিদ্যালয়ের মঞ্চে রাজ্যের বিশিষ্ট শিল্পোদ্যোগী, শিক্ষাবিদ ও রাজ্য সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপি শাসিত অসমের পক্ষ থেকে বাংলার এক শীর্ষ শিল্পপতিকে এমন সম্মান জানানো একদিকে যেমন বাংলার শিল্পনেতৃত্বের প্রভাবের স্বীকৃতি, তেমনি এটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কর্পোরেট জগতের সম্পর্ককে আরও মজবুত করার ইঙ্গিত দেয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. গোয়েঙ্কাকে ‘ভারতীয় শিল্পোদ্যোগের আলোকবর্তিকা’ হিসেবে আখ্যা দেওয়া হয়। এই স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “এই সম্মান আমাকে আরও দায়বদ্ধ করে তুলল। ভবিষ্যতে আরও কর্মসংস্থান ও টেকসই শিল্প গঠনে কাজ করে যাব।”