ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হতেই রাজ্য রাজনীতিতে সংঘাতের আগুন দ্বিগুণ বেড়ে গেল। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে যেমন দিল্লি ঘেরাওয়ের চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনই পাল্টা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে তাঁকে কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিষেকের চরম হুঁশিয়ারি: ‘দিল্লি পুলিশ আটকে দেখাক’
SIR প্রক্রিয়া শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি তাঁর আগের অবস্থানেই অনড়। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল এর চরম বিরোধিতা করবে।
“আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহর দিল্লি পুলিশ আটকে দেখাক।”
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিহারে ৪০ লক্ষ নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে বাংলায় SIR হলে বৃহত্তর ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন।
শুভেন্দুর কড়া জবাব: ‘৬ ফুটি লাঠি ও জুতো খুলে পালানো’
অভিষেকের এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন। অভিষেককে ‘চিটিংবাজ’ আখ্যা দিয়ে তিনি তাঁর আগের দিল্লি সফরের ঘটনা টেনে খোঁচা দেন।
“চিটিংবাজ একটা। ওঁদের দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ ৬ ফুট। একবার রাজঘাটে গিয়েছিলেন, ছুটে পালিয়েছেন জুতো খুলে। এবার বলবেন জুতোগুলো কলকাতা রেখে খালি পায়ে যেতে।”
প্রশ্ন উঠলো প্রক্রিয়ার সময়সীমা নিয়েও
এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ৪ নভেম্বর থেকে এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া এবং সংশোধনের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার (BLO)-রা।
মাত্র এক মাসের মধ্যে কি বাড়ি বাড়ি গিয়ে সব ভোটার যাচাই করা সম্ভব হবে? তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে তার দায় কার, সেই প্রশ্নও এখন রাজ্যের রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।