বুদ্ধির খেলা দাবায় অখেলোয়াড়োচিত আচরণের জবাব দিলেন ভারতের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ। কিছুদিন আগে এক ম্যাচে জয় পাওয়ার পর প্রতিপক্ষের প্রতি অপমানজনক অঙ্গভঙ্গি করে দর্শকদের দিকে ঘোড়ার ঘুঁটি ছুড়ে দিয়েছিলেন মার্কিন দাবাড়ু হিরাকু নাকামুরা। এবার সেই অভব্যতার বদলা নিলেন ১৮ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার গুকেশ।
ক্লাচ চেস চ্যাম্পিয়নস শোডাউন ২০২৫-এ নাকামুরাকে পরাজিত করার পর ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার শান্ত ও সংযত থেকে ভদ্রতার মাধ্যমে জবাব দিলেন।
ভাইরাল হলো গুকেশের শান্ত আচরণ
গুকেশ এবং নাকামুরার এই লড়াই ঘিরে আগে থেকেই উত্তেজনা তৈরি হয়েছিল। কারণ, গত ম্যাচে নাকামুরা যে আচরণ করেছিলেন, তার পাল্টা গুকেশ কী করেন, তা দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব।
শান্ত জবাব: ম্যাচ জেতার পর গুকেশ কোনো বাড়তি উত্তেজনা বা অঙ্গভঙ্গি দেখাননি। বরং, তিনি ঠান্ডা মাথায় এক এক করে সব ঘুঁটি নিয়ে বোর্ডে গুছিয়ে রাখেন।
নৈতিক জয়: তাঁর এই শান্ত আচরণ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গুকেশ শুধু ম্যাচ জেতাই নয়, ক্রীড়াপ্রেমীদের মনও জিতে নিলেন, যা প্রমাণ করে যে বিশ্বচ্যাম্পিয়নের আচরণ খেলার বাইরেও কতটা গুরুত্বপূর্ণ।
বিশ্বের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নের পরিপক্কতা
যে ম্যাচে নাকামুরা অভব্যতা করেন, সেই সময়েও গুকেশ শান্ত ছিলেন। বদলার ম্যাচে মার্কিন প্রতিপক্ষকে হারানোর পরেও তিনি সেই একই পরিপক্কতা দেখালেন।
উল্লেখ্য, ডি গুকেশ গত বছর চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েন। তিনি রাশিয়ার কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপরভের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। তাঁর এই বিশ্বচ্যাম্পিয়নসুলভ আচরণই ফের একবার প্রমাণ করল কেন তিনি আন্তর্জাতিক দাবায় এত দ্রুত উচ্চতা ছুঁয়েছেন।