অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে (ODI) স্পিন সহায়ক অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) খেলার সুযোগ পেলেন না স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পারথে প্রথম ওডিআই ম্যাচেও বাদ পড়েছিলেন তিনি। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পরেও কুলদীপকে ফের বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ অনুরাগীরা। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুবমান গিলকে (Shubman Gill) তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
অপরিবর্তিত দল নিয়ে কেন বিতর্ক?
পারথে প্রথম ওডিআই-তে ভারতীয় বোলাররা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে অনেকেই ভেবেছিলেন অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওডিআই-তে দলে বদল দেখা যাবে। বিশেষত, অস্ট্রেলিয়ার ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে অতীতে দুর্বলতা দেখিয়েছেন এবং অ্যাডিলেড ওভালের পিচও স্পিনারদের সাহায্য করে থাকে। এই কারণেই কুলদীপকে খেলানোর জোরালো দাবি ছিল।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টিম ম্যানেজমেন্ট অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। দলে কুলদীপের পরিবর্তে তিন পেসার— হর্ষিত রানা (Harshit Rana), আর্শদীপ সিং (Arশদীপ Singh) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ওপর ভরসা রাখা হয়েছে। স্পিনার হিসেবে দলে আছেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সিম-বোলার হিসেবে খেলছেন নীতীশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy)।
অস্ট্রেলিয়ার দলে জাম্পা, ভারতের কুলদীপ বাইরে!
এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে এবং দলের অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পাকে (Adam Zampa) ফেরানো হয়েছে। প্রতিপক্ষ যখন স্পিনারকে খেলানোর সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক তখনই কুলদীপের মতো সফল স্পিনারকে বাইরে রাখা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ভারতীয় দল এই ম্যাচেও পরাজিত হয়, তাহলে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলকে দল নির্বাচন নিয়ে আরও কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে।