অ্যাডিলেড বিমানবন্দরে বিরাট-রোহিতকে ঘিরে ‘ভারতীয়’ উন্মাদনা! দীপাবলির মাঝে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া

বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ। পারথে সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজে সমতা ফেরাতে এবার মরিয়া হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অ্যাডিলেড বিমানবন্দরে (Adelaide Airport) বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা গেল প্রবল উৎসাহ-উদ্দীপনা।

অস্ট্রেলিয়া না ভারত, বোঝা দায়!

অ্যাডিলেড বিমানবন্দরে বিরাট এবং রোহিতকে ঘিরে যে উন্মাদনা, চিৎকার ও হইচই দেখা গেল, তাতে এক মুহূর্তে অস্ট্রেলিয়া না ভারত— তা বোঝা যাচ্ছিল না। কয়েক হাজার কিলোমিটার দূরেও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে যে উন্মাদনা, তা প্রমাণ করে ক্রিকেটের প্রতি অনুরাগীদের আবেগ কতটা গভীর। অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়রা দীপাবলি উপলক্ষে এখন উৎসবে মেতে আছেন, আর এই সিরিজ সেই উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

শেষ সফর, তাই বাড়তি আগ্রহ

চলতি সফরটিই সম্ভবত বিরাট কোহলি এবং রোহিত শর্মার শেষ অস্ট্রেলিয়া সফর। এই কারণে এবার তাঁদের নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। ভক্তরা আশা করছেন, পারথে বড় রান না পেলেও অ্যাডিলেডে এই দুই তারকা ভালো ব্যাটিং করে দলকে জয় এনে দেবেন।

পারথে ব্যর্থ হয়েছিলেন দুই তারকা

পারথে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ওপেন করতে নেমে রোহিত শর্মা মাত্র ১৪ বল খেলে ৮ রান করেই আউট হয়ে যান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি ৮ বল খেলে রান করার আগেই আউট হন। অধিনায়ক শুবমান গিলও ভালো ব্যাটিং করতে পারেননি; তিনি ১৮ বল খেলে ১০৯ রান করে আউট হয়ে যান।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা, অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওডিআই সিরিজে সমতা ফেরাবে ভারতীয় দল। একইসঙ্গে বিরাট-রোহিতের কাছ থেকে একটি বড় ইনিংস দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy