চুক্তি অনুযায়ীই গোয়া সফর এড়ালেন রোনাল্ডো! এফসি গোয়ার বিরুদ্ধে কেন খেলতে আসছেন না ক্রিশ্চিয়ানো?

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এল আরও একটি হতাশার খবর। লিওনেল মেসির কেরলে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসার সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর এবার নিশ্চিত হলো যে, মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ভারতে আসছেন না। ফলে গোয়া ও কেরলের ফুটবলপ্রেমীদের পরপর দুই মহাতারকার খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে হলো।

অনুরোধেও সাড়া দিলেন না রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যাতে ভারতে খেলতে আসেন, তার জন্য এফসি গোয়ার পক্ষ থেকে আল-নাসর এফসি এবং এই মহাতারকাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। গোয়ার ফুটবলপ্রেমীরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে ভারতে খেলতে আসার জন্য বারবার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু শত অনুরোধের পরেও রোনাল্ডো এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

চুক্তি ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

আল-নাসর এফসি সূত্রে জানা গিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ক্লাবটির চুক্তি অনুযায়ী, এই মহাতারকা চাইলে সৌদি আরবের বাইরে যে কোনও জায়গায় অ্যাওয়ে ম্যাচে না-ও খেলতে পারেন। এই চুক্তির শর্ত মেনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে অ্যাওয়ে ম্যাচগুলি এড়িয়ে যাচ্ছেন রোনাল্ডো। গত মরসুমেও তিনি এই টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচগুলিতে খেলেননি।

এছাড়াও, ২০২৬ সালে সম্ভবত শেষবার বিশ্বকাপে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে বদ্ধপরিকর এই তারকা ফিটনেসের পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছেন। বিশ্বকাপের সময় সেরা ফর্মে থাকাই তাঁর একমাত্র লক্ষ্য। সেই কারণেই তিনি আল-নাসর এফসি-র হয়ে বেছে বেছে ম্যাচ খেলছেন।

রোনাল্ডোকে ছাড়াই মাঠে আল-নাসর

বুধবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গ্রুপ ডি-র ম্যাচে আল-নাসর এফসি-র মুখোমুখি হচ্ছে এফসি গোয়া। এই ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছে আল-নাসর এফসি দল, তবে দলের সঙ্গে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো না খেলায় এফসি গোয়ার ফুটবলাররা দেশের মাটিতে তাঁর বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন না।

উল্লেখ্য, রোনাল্ডো না খেললেও, চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গ্রুপ ডি-তে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আল-নাসর। নক-আউটে পৌঁছতে তাদের বেগ পেতে না হলেও, এশিয়ার সেরা ক্লাবের তকমা পেতে হলে নক-আউট পর্বে রোনাল্ডোকে প্রয়োজন হতে পারে ক্লাবের।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy