যোগী আদিত্যনাথ নিজেই স্বাগত জানালেন ‘পুষ্পক বিমান’-এ আসা রাম-সীতাকে! অযোধ্যার নবম দীপোৎসব শুরু

রাম নগরী অযোধ্যায় আয়োজিত নবম দীপোৎসব (Deepotsav) নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উৎসাহ তুঙ্গে। রবিবার তিনি নিজে রাম কথা পার্কে উপস্থিত হয়ে ‘পুষ্পক বিমান’-এর প্রতীকী হেলিকপ্টার থেকে অবতরণ করা ভগবান রাম এবং মাতা জানকীর স্বরূপদের উষ্ণ অভ্যর্থনা জানালেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমে ভগবান রামের স্বরূপকে মাল্যদান করেন এবং দীপাবলির এই মহা উৎসবের সূচনা করেন।

সন্তদের সম্মান ও দিওয়ালির উপহার
এই শুভ মুহূর্তে মুখ্যমন্ত্রী রামকথা পার্কে উপস্থিত সন্ত ও মহন্তদেরও সম্মান জানান। তিনি সমস্ত সন্তদের অঙ্গবস্ত্র (সম্মানের চাদর) উপহার দেন এবং দিওয়ালির আগেই তাঁদের বিশেষ উপহার প্রদান করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে, অযোধ্যায় রামলালার আগমনের এই উৎসব প্রতিবারের মতো এবারও জাঁকজমকের নতুন রেকর্ড তৈরি করবে।

রাম কি পৈড়ি পর্যন্ত রথযাত্রা
ভগবান রাম ও মা জানকীর স্বরূপকে স্বাগত জানানোর পর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁদের রাম কথা পার্ক থেকে মূল অনুষ্ঠানস্থল পর্যন্ত রথে বসিয়ে নিয়ে যান। এই রথযাত্রা গোটা পরিবেশে ভক্তির আবহ সৃষ্টি করে।

দীপোৎসবের মূল স্থান রাম কি পৈড়ি-তে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে লক্ষ লক্ষ প্রদীপে তেল ও সলতে দেওয়ার কাজ চলছে। নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা দীপোৎসব স্থলে এটিএস কমান্ডো (ATS Commando) মোতায়েন করা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy