সমোসার দাম মেটাতে না পারায় প্ল্যাটফর্মে চরম কাণ্ড! যাত্রী-হাত থেকে দামী ঘড়ি ছিনিয়ে নিল জবলপুরের ভেন্ডর

মধ্যপ্রদেশের জবলপুর রেলওয়ে স্টেশনে (Jabalpur Station) মঙ্গলবার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। এক ফুড ভেন্ডর পণ্য বিক্রির পর এক যাত্রীর হাত থেকে সরাসরি ঘড়ি ছিনিয়ে নেয়। এই ঘটনা প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত ভেন্ডরকে ধরে ফেলে।

জানা গেছে, যাত্রী সমোসা কিনেছিলেন। UPI (অনলাইন পেমেন্ট) ব্যর্থ হওয়ার কারণে তিনি দাম মেটাতে পারেননি। এরই মধ্যে ট্রেন চলতে শুরু করলে, যাত্রী দ্রুত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু ভেন্ডর তাঁকে কলার ধরে জোর করে আটকে দেয় এবং ঘড়ি ছিনিয়ে নেয়।

অভিযুক্তের পরিচয় ও কঠোর পদক্ষেপ:
অভিযুক্ত ভেন্ডরের নাম সন্দীপ গুপ্তা। সে রেলওয়ে স্টেশন চত্বরে বৈধ লাইসেন্স নিয়ে কাজ করছিল। তবে তার এই কর্মকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়ার পর রেল প্রশাসন নড়েচড়ে বসে।

গ্রেফতার ও মামলা: ভুক্তভোগী যাত্রীর অভিযোগের ভিত্তিতে রেলওয়ে সুরক্ষা বল (RPF) দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রেলওয়ে অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

লাইসেন্স বাতিল: রেলওয়ের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব (Harshit Srivastava) জানিয়েছেন যে, ভেন্ডরের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হয়েছে।

কড়া বার্তা: শ্রীবাস্তব স্পষ্ট করে বলেছেন, “যাত্রীদের সুরক্ষার সঙ্গে কোনো আপস করা হবে না এবং স্টেশন চত্বরে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপের ওপর কড়া নজর রাখা হচ্ছে।”

রেলওয়ে প্রশাসন যাত্রীদের কাছে আবেদন করেছে যে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপের খবর অবিলম্বে নিকটস্থ রেলওয়ে আধিকারিক বা হেল্পলাইন নম্বরে জানাতে, যাতে সময়মতো কঠোর পদক্ষেপ নেওয়া যায়। প্রশাসনের স্পষ্ট বার্তা, “যাত্রী নিরাপত্তা সবার আগে এবং এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy