মৃত্যুভয় নিয়ে গাছে! নাছোড় বাঘের আক্রমণে গুরুতর আহত কৃষক, মহীশূরে বন দফতরের চরম অবহেলায় ক্ষোভ

মহীশূর জেলার সারাগুর তালুকের বাদগালাপুরা গ্রামে বাঘের আক্রমণের এক ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। মাঠের মধ্যে বাঘের আকস্মিক হানায় প্রাণ বাঁচাতে গ্রামবাসীরা মরিয়া হয়ে গাছের মগডালে উঠে পড়েন। কিন্তু নাছোড় দক্ষিণরায়ও! গ্রামবাসীদের কাবু করতে সে মরিয়া হয়ে ওঠে।

বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় ৩৪ বছর বয়সী এক কৃষক মহাদেব গুরুতর আহত হন।

হাড়হিম করা ভিডিও
ভাইরাল হওয়া মর্মান্তিক ফুটেজে দেখা যায়, একটি বাঘ দ্রুতগতিতে কাছের ঝোপ থেকে উঠে এসে মাঠে কাজ করা একদল লোকের ওপর ঝাঁপিয়ে পড়ছে। আক্রমণ থেকে বাঁচতে অধিকাংশ লোকই মুহূর্তের মধ্যে গাছে উঠে পড়েন। গাছের উপর থেকেই তাঁরা বাঘটিকে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করেন।

কিন্তু কৃষক মহাদেব পালাতে পারেননি। বাঘটি তাঁকে একাই নিশানা করে এবং ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঘটি মহাদেবকে টেনে মাটিতে ফেলে তাঁর মুখ ও মাথায় কামড় বসায়। গুরুতর আহত মহাদেবের অবস্থা এখনও আশঙ্কাজনক।

বন দপ্তরের অবহেলায় ক্ষুব্ধ স্থানীয়রা
বাদগালাপুরা এলাকার গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকায় বারবার বাঘ ঢুকে পড়ার কারণে তাঁরা বিগত কয়েক সপ্তাহ ধরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তারা আগে থেকে দ্রুত ব্যবস্থা নিলে এই আক্রমণ ঠেকানো যেত। তাঁদের চরম অবহেলার কারণেই আজ এই মর্মান্তিক ঘটনা ঘটল।

আক্রমণের খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত এলাকায় বাঘটির খোঁজে চিরুনি অভিযান শুরু করে।

তল্লাশি অভিযান: বাঘটিকে খুঁজে বের করতে এবং শান্ত করতে বন কর্তৃপক্ষ এলাকা জুড়ে কুনকি হাতি এবং ড্রোন মোতায়েন করেছে।

লক্ষ্য: আরও আক্রমণ রোধ করার জন্য লোকালয়ে ঢুকে পড়া বাঘটিকে দ্রুত ধরে ফেলার প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

তবুও, বাঘটিকে এখনও পর্যন্ত ধরা যায়নি। এই ঘটনায় গোটা এলাকায় বাঘের আতঙ্ক চরমে পৌঁছেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy