‘সে অনেক ভুল করেছে, আমি ক্ষমা করেছি’! বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সুনীতাকে নিয়ে মুখ খুললেন গোবিন্দা

অভিনেতা গোবিন্দাকে (Govinda) নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করে খবরের শিরোনামে এসেছিলেন স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। এমনকি, তাঁদের বিচ্ছেদের মামলা আদালতে গড়িয়েছে বলেও গুঞ্জন ওঠে। সুনীতা এই বিষয়ে পতি পত্নী অউর পাঙ্গা রিয়েলিটি শোয়ে মুখ খুললেও, গোবিন্দা প্রথম থেকেই ছিলেন চুপ। এবার প্রথমবার বিয়ে ভাঙা নিয়ে কাজল-টুইঙ্কল খান্নার ‘টু মাচ’ (Too Much) শোয়ে মুখ খুললেন ‘কুলি নম্বর ওয়ান’ তারকা।

স্ত্রী সুনীতাকে ‘ছোট বাচ্চা’ বললেন গোবিন্দা
টক শো-তে গোবিন্দা স্ত্রী সুনীতাকে পরিবারের সবচেয়ে ছোট শিশু বলে সম্বোধন করেন। অভিনেতা জানান, সুনীতার সরলতা ও সততাই তাঁদের সম্পর্ককে আজও অটুট রেখেছে। মতানৈক্য থাকলেও নানা সময়ে তিনি ক্ষমা করেছেন স্ত্রীকে।

গোবিন্দার কথায়:

“সুনীতা একটা ছোট বাচ্চার মতো। তবে হ্যাঁ, ও যে কথাগুলো বলেছে তা বলা উচিত হয়নি। সে অনেক ভুল করেছে। আমি যেমন তাঁকে ক্ষমা করেছি তেমন পরিবারের প্রতিটা সদস্যও তাঁকে ক্ষমা করেছে কোনও না কোনও সময়ে।”

তিনি আরও জানান, সুনীতার ছোট্ট বাচ্চাদের মতো মনোভাব তাঁদের পরিবারকে চনমনে করে রাখে। মাঝেমধ্যে ধৈর্য্য হারালেও তাঁর মন ভীষণ পরিস্কার। গোবিন্দার মতে, একজন পুরুষ একটি ঘর চালাতে পারে, কিন্তু একজন নারী পুরো বিশ্ব চালাতে পারে, আর সুনীতাই তাঁদের পরিবারের শক্তি।

বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন অভিনেতা
এই রিয়েলিটি শোয়ে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলে গোবিন্দা বিচ্ছেদের জল্পনায় পুরোপুরি জল ঢেলে দেন। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে স্ত্রী মায়ের মতো বকে এবং বোঝায়, যা কখনও কখনও বোঝা কঠিন হলেও তা নির্ভরতারই লক্ষণ।

এর আগে গণেশ চতুর্থীতে গোবিন্দা ও সুনীতাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময় বিতর্কের অবসান ঘটিয়ে সুনীতা বলেছিলেন, “আজ আমরা এত কাছাকাছি… যদি বিচ্ছেদের কথা হত তাহলে কি আমরা এত কাছেকাছি থাকতাম? আমাদের কেউ আলাদা করতে পারবে না। ওপর থেকে ভগবান আসুক আর কোনও শয়তান, আমাদের কেউ আলাদা করতে পারবে না।”

প্রসঙ্গত, সুনীতার ভ্লগ এবং সংবাদমাধ্যমে তাঁর মন্তব্যের পরেই গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূত্রপাত হয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy