শিক্ষাব্যবস্থার দুর্নীতিতে সর্বোচ্চ স্তরের যোগসাজশ!’ প্রমাণ হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে চলতে থাকা দুর্নীতি নিয়ে আবারও সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার ‘ভয়াবহ চিত্র’ তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং দাবি করেন, এই দুর্নীতির প্রমাণ হাতে রয়েছে তাঁর।

শুভেন্দু অধিকারীর মূল নিশানা ছিল রাজ্যে শিক্ষক নিয়োগে অনিয়ম এবং মিড-ডে মিলের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে অর্থ নয়ছয়ের ঘটনা।

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ ও ‘প্রমাণ’
সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী মূলত নিম্নলিখিত বিষয়গুলি সামনে এনেছেন বলে খবর:

শিক্ষা নিয়োগ দুর্নীতি: বিরোধী দলনেতা ফের দাবি করেন, এসএসসি (SSC) সহ বিভিন্ন নিয়োগ কমিটিতে চাকরি বিক্রির যে ঘটনা ঘটেছে, তাতে সরকারের সর্বোচ্চ স্তরের মদত রয়েছে। তাঁর মতে, যুব তৃণমূল নেতাদের গ্রেফতারিই প্রমাণ করে এই দুর্নীতির শেকড় কত গভীরে।

মিড-ডে মিল দুর্নীতি: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে বলে তিনি আবারও অভিযোগ তোলেন। মিড-ডে মিল কর্মসূচিতে অর্থ নয়ছয় এবং বরাদ্দ পরিমাণে ঘাটতির যে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তুলেছিল, সেই তথ্য তিনি প্রমাণ হিসেবে পেশ করেন।

‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ধোওয়া’: মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, এই বিপুল দুর্নীতির দায় কোনোভাবেই এড়ানো যায় না। তাঁর মতে, সরকার বিচার ব্যবস্থাকে নিশানা করে এই দুর্নীতিকে ধামাচাপা দিতে চাইছে।

যদিও তিনি ঠিক কোন ‘নতুন’ প্রমাণ প্রকাশ্যে এনেছেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার পরই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে তাঁর বারবার এই অভিযোগ করা প্রমাণ করে, শিক্ষা দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে রাজনৈতিকভাবে চেপে ধরাই বিরোধী দলনেতার মূল লক্ষ্য।

রাজনৈতিক চাপানউতোর
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

বিজেপি: রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করছে, এই দুর্নীতি প্রমাণ করে যে তৃণমূল সরকার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং রাজ্যের বিচার ব্যবস্থাতেও তারা হস্তক্ষেপ করতে চাইছে।

তৃণমূলের পাল্টা জবাব: যদিও তৃণমূল নেতৃত্ব অতীতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও বিভিন্ন সরকারি দফতরে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছে এবং দাবি করেছে যে, তিনি নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy