৮টায় বাড়ি থেকে বেরিয়েছিল খেলতে, ফিরল না আর! জলভরা গর্তে ডুবে ১০ বছরের বালকের মৃত্যু, কান্নায় ভেঙে পড়ল পরিবার!

ঝাড়খণ্ডে জামতাড়া জেলার কার্মাতাড় থানা এলাকার কাশীটাঁড়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাস্তার পাশে থাকা একটি জলভরা গর্তে ডুবে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং গ্রামজুড়ে নেমেছে গভীর শোক।

খেলার জন্য বেরিয়েছিল বালক
পরিবারের সদস্যের বক্তব্য অনুযায়ী, শিশুটি প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে বাড়ি থেকে খেলার জন্য বেরিয়েছিল। অনেকক্ষণ পরও যখন সে বাড়ি ফেরেনি, তখন পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর রেললাইন সংলগ্ন রাস্তার পাশে তৈরি হওয়া একটি গভীর গর্তের মধ্যে শিশুটিকে অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া যায়।

পরিবার দ্রুত বালকটিকে জামতাড়ার সদর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাণ কাজের গাফিলতির অভিযোগ
মৃত বালকের বাবা জানিয়েছেন, ঘটনার সময় রেললাইন সংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্যেই সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছিল। তাঁরা সন্দেহ করছেন, সেই গর্তেই কোনোভাবে পড়ে ডুবে গিয়ে বালকের মৃত্যু হয়েছে।

কী বলছে পুলিশ?
এই বিষয়ে জামতাড়ার এসপি রাজকুমার মেহতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গর্তটিতে জল জমে ছিল। সেই জলেই পড়ে ডুবে যাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় ইউডি (আনন্যাচারাল ডেথ) কেস রুজু করেছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে চরম শোকের পাহাড়। এলাকায় এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, যেখানে স্থানীয়দের অনেকেই রাস্তা নির্মাণকারী সংস্থার গাফিলতিকে দায়ী করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy