ঘন কুয়াশার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। আগামী ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩ মার্চ, ২০২৬ সাল পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের (North-East Frontier Railway) অধীনে থাকা ৯টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় এবং ট্রেন চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে। লোকো পাইলটদের মারাত্মকভাবে সমস্যায় পড়তে হয়। দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে ৯টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে:
ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাসের জেরে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা নিম্নরূপ:
ট্রেন নম্বর ট্রেনের নাম বাতিলের সময়কাল
15903 ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত
15904 চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ৩ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত
15620 কামাক্ষ্যা-গয়া এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত
15619 গয়া-কামাক্ষ্যা এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত
15621 কামাক্ষ্যা-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত
15622 আনন্দ বিহার-কামাক্ষ্যা টার্মিনাল এক্সপ্রেস ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত
15483 আলিপুরদুয়ার-দিল্লি-সিকিম মহানন্দা এক্সপ্রেস ৩ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
15484 দিল্লি-আলিপুরদুয়ার-সিকিম মহানন্দা এক্সপ্রেস ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত
12423 নিউ জলপাইগুড়ি-নয়াদিল্লি এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত
Export to Sheets
কেন এই সিদ্ধান্ত?
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, “এই সময় উত্তরবঙ্গে গভীর রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকে। ট্রেনের গতি কমিয়ে ট্রেন চালাতে হয়, তাতে ট্রেন বিলম্ব হয়। রেললাইনে কোনো সমস্যা থাকলেও তা দেখা যায় না, ফলে দুর্ঘটনার একটা সম্ভাবনাও থেকে যায়।”
তবে, এবারই প্রথম নয়; প্রতিবছরই ঘন কুয়াশার কারণে উত্তর-পূর্ব সীমান্ত রেল বেশ কিছু ট্রেন বাতিল করে। এবারও যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে আগে থেকেই বাতিলের ঘোষণা করা হলো। রেল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেন চালানো হবে।