মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে, সাইকেলে বাড়ি ফেরার পথে চারচাকার ধাক্কায় মৃত্যু একজনের, আহত দুই

মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকার ছয়ঘরী বরদহ মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন সাইকেল আরোহী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। নিহত ব্যক্তির নাম প্রসেনজিৎ কুমার সিং (৩৫)। আহতরা হলেন সুমন সাহা ও রঞ্জিত মাল। তিনজনই ছয়ঘরী পীরতলা মন্ডল পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রসেনজিৎ কুমার সিং, সুমন সাহা ও রঞ্জিত মাল একসঙ্গে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় মুর্শিদাবাদের ইসলামপুর থেকে বহরমপুরগামী একটি দ্রুত গতির চারচাকা গাড়ি সজোরে তাঁদের সাইকেলগুলিতে ধাক্কা মারে।

ধাক্কার তীব্রতায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। সাইকেল আরোহী প্রসেনজিৎ কুমার সিং ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জন, সুমন সাহা ও রঞ্জিত মাল গুরুতরভাবে আহত হন।

আহতদের হাসপাতালে ভর্তি, এলাকা ছেড়ে পালাল চালক
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই আহত সুমন সাহা ও রঞ্জিত মালকে উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে দুর্ঘটনার পরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র ছয়ঘরী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের পর প্রসেনজিৎ কুমার সিং-এর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy