ডায়মন্ড হারবার পুলিশ জেলায় চরম বিপর্যয়, বৃষ্টি-বজ্রপাতে বিকল ৩০০ সিসিটিভি, ফুটেজ পেতে হিমশিম খাচ্ছে পুলিশ

লাগাতার বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চরম সংকটে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। জানা গিয়েছে, প্রায় ৩০০-রও বেশি সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে গিয়েছে। মূলত বৃষ্টির জল ঢোকা এবং বজ্রপাতের কারণে বহু ক্যামেরার সুইচ পুড়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই কারণে কোথাও কোনও ঘটনা ঘটলে তার ফুটেজ সংগ্রহ করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে পুলিশের।

পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, সিসি ক্যামেরার এই গুরুতর সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

কোটি টাকার প্রকল্পের এমন দশা কেন?
প্রায় সাড়ে চার বছর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি ল্যাডের টাকায় বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা সহ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধিকাংশ থানা এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছিল। এছাড়াও রাজ্য পুলিশের তরফেও কিছু ক্যামেরা লাগানো হয়, সব মিলিয়ে যার সংখ্যা কয়েক হাজার। এসব ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ এর আগে বহু গুরুত্বপূর্ণ তদন্তের কিনারা করেছে।

কিন্তু বর্তমানে বৃষ্টির জল ঢোকা এবং বজ্রপাতের ফলেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানান, প্রায় ৩০০টি সিসিটিভিতে জল পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া, বজ্রপাতের ফলে অনেক জায়গার সুইচ পুড়ে গিয়েছে। এক-একটি সুইচের দাম প্রায় চার হাজার টাকা। এখনও পর্যন্ত অন্তত ৪০টি সুইচ বাজ পড়ে নষ্ট হয়েছে, যা দ্রুত মেরামতির পরিকল্পনা চলছে।

কোথায় কত ক্যামেরা চালু?
পুলিশ জেলার ওই শীর্ষ আধিকারিক জানান, বর্তমানে সব মিলিয়ে এই পুলিশ জেলায় মাত্র ৫০০টি সিসি ক্যামেরা কাজ করছে। সবচেয়ে খারাপ অবস্থা কয়েকটি থানার:

মহেশতলা: এখানে ৮৪টি ক্যামেরা মেরামত করে পুনরায় লাগানো হয়েছে।

পুজালি: এখানে মাত্র ১২টি সিসি ক্যামেরা চালু রয়েছে।

রবীন্দ্রনগর ও কালীতলা আশুতি থানা: এই দুটি থানা এলাকায় একটিও সিসি ক্যামেরা এখন আর কাজ করছে না।

জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দফতর কাজ করার সময়ও কিছু সিসিটিভি নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় দ্রুত বিকল ক্যামেরাগুলি মেরামত করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার নিরাপত্তা পরিকাঠামো স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy