জীবনে ভাগ্য কখন কীভাবে ফেরে, তার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলেন পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা রাখাল বাউরি। সামান্য ৫৭০ টাকার পেট্রোল ভরতে গিয়েই তিনি জিতে নিলেন জীবনের সবচেয়ে বড় পুরস্কার— একটি ১০ লক্ষ টাকার ঝকঝকে চারচাকা গাড়ি! ইন্ডিয়ান অয়েলের আয়োজিত এক বিশেষ লটারিতে অংশ নিয়ে এই অবিশ্বাস্য সৌভাগ্য অর্জন করেছেন তিনি।
পেশায় একজন সাধারণ পোল্ট্রি দোকান ব্যবসায়ী রাখালবাবু প্রথমে পুরস্কারের খবর শুনে বিশ্বাসই করতে পারেননি। তাঁর কাছে ব্যাপারটা ছিল একেবারে স্বপ্নের মতো। সামান্য একটি পেট্রোল বিল তাঁর জীবনে এমন আনন্দের মুহূর্ত এনে দেবে, তা তিনি ভাবতেই পারেননি।
কীভাবে ঘটল এই সৌভাগ্য?
রাখাল বাউরি জানান, “প্রতিদিনের মতোই নিজের মোটরসাইকেলে পেট্রোল ভরতে রঘুনাথপুর শহরের মণ্ডল পেট্রোল পাম্পে গিয়েছিলাম। বিলের সঙ্গে আমাকে একটি লটারির কুপন দেওয়া হয়েছিল।” কিন্তু সেই ছোট্ট কুপনই যে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা তিনি কল্পনাও করেননি।
লটারির ফল ঘোষণার দিন জানা যায়, প্রথম পুরস্কার জিতেছেন রাখাল বাউরি। পুরস্কার হিসেবে রয়েছে ১০ লক্ষ টাকার নতুন চারচকা গাড়ি।
পেট্রোল পাম্পের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়ির চাবি রাখালবাবুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অর্ঘ্য মণ্ডল, যিনি উচ্ছ্বসিত রাখালের হাতে গাড়ির চাবি তুলে দেন।
দশ লক্ষ টাকার চারচাকা গাড়ি পেয়ে রাখালবাবু বলেন, “ভাবতেই পারিনি, এত বড় পুরস্কার জিতব। ৫৭০ টাকায় এমন সৌভাগ্য আসবে, তা স্বপ্নেও ভাবিনি।” রাখালবাবুর এই অপ্রত্যাশিত ভাগ্য পরিবর্তনে রঘুনাথপুর জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সবাই বলছেন, সত্যিই ভাগ্য কখন, কীভাবে ঘুরে যায়, তা কেউ বলতে পারে না!