বর্ধমান শহরে টোটো আরোহী চার তরুণীকে বাইকে পিছু ধাওয়া করে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোর ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম সন্তোষ বিশ্বাস ওরফে বাবু। বর্ধমান শহরের নীলপুর বটতলার বাসিন্দা বাবুকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে তোলা হলে সে নিজের অপরাধ স্বীকার করে নেয় এবং এর জন্য ক্ষমা চায়।
আদালতে যুবকটি স্বীকার করে, “আমি সেদিন একটু নেশা করেছিলাম। মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি। আর কোনও দিন করব না।” যদিও তার দাবি, তরুণীরা ছবি তুলতে বলেনি, ওরাই ছবি তুলেছে।
ঠিক কী ঘটেছিল?
গত সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে এই ঘটনা ঘটে। টোটো চড়ে চার তরুণী ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। মুখে মাস্ক বেঁধে বাইকে সওয়ার সন্তোষ বাইক চালাতে চালাতেই টোটো লক্ষ্য করে বারবার প্যান্টের চেন খুলে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে।
আতঙ্কিত হওয়া সত্ত্বেও টোটোয় সওয়ার তরুণীরা দ্রুত যুবকের সেই কার্যকলাপ মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করে নেন। এরপর তাঁরা সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীরাই জানান, যুবকের নাম বাবু বিশ্বাস এবং সে স্থানীয় এলাকারই বাসিন্দা। যদিও মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করতে চেয়েছিল যুবক। ভিডিওটি বর্ধমান সাইবার থানার পুলিশের নজরে আসার পরই ওই যুবকের খোঁজ শুরু হয়। এরপর তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
এই ঘটনায় রাস্তায় ভিড় থাকা সত্ত্বেও ওই যুবক কীভাবে এমন অশোভনীয় কাজ করল, তা নিয়ে অবাক হন নেটিজেনরা। অনেকেই যুবকের কঠোর শাস্তি দাবি করেন এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।