বড়সড় দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল আগরতলা থেকে কলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান (6E-7203)। মঙ্গলবার দুপুরে বিমানটি টেক-অফের প্রায় ২০ মিনিট পর মাঝ আকাশে থাকাকালীন ইঞ্জিনে একটি পাখির ধাক্কা লাগে। জানা গিয়েছে, এর ফলে বিমানের মোট পাঁচটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্রুত পরিস্থিতি সামলে পাইলট সঙ্গে সঙ্গে বিমানটিকে ফিরিয়ে আনেন। দুপুর ১টা ৫ মিনিট নাগাদ বিমানটি আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
যাত্রী ও বিমানবন্দরে চূড়ান্ত হয়রানি
হঠাৎ জরুরি অবতরণের ঘটনায় বিমানের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এদিকে, বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি বিমানবন্দরেই আটকে থাকে। এর ফলে শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। স্থানীয় সূত্রে খবর, ইন্ডিগো সংস্থাটি সেই সময়ে আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প বিমানের কোনও ব্যবস্থা করতে পারেনি, যার ফলে চরম হয়রানির মুখে পড়েন যাত্রীরা।
আগরতলা বিমানবন্দরের ডিরেক্টর কৈলাশ চন্দ্র মীনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট এখনও আসেনি। প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, বিমানটি কোনও যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছিল, যার জন্যই পাইলট বিমানটিকে জরুরি অবতরণ করতে বাধ্য হন।”
বিমানটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিমানবন্দরেই রয়েছে। সংস্থা দ্রুত বিকল্প ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছে বলে খবর।