নাগরাকাটার বামনডাঙা গ্রামে ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হওয়ার ঘটনায় এবার সিবিআই এবং এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। এই গুরুতর হামলার ঘটনার তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের একক বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি পালের বেঞ্চ রাজ্য পুলিশের কাছে ঘটনার কেস ডায়েরি (Case Diary) তলব করেছেন। আগামী ২৭ অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। জানা গিয়েছে, পুজোর ছুটির পর এই মামলার পরবর্তী শুনানি হবে।
ঠিক কী ঘটেছিল?
গত কয়েকদিন আগে নাগরাকাটার বামনডাঙা গ্রামে দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভে মুখে পড়েন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং মারধর করা হয়। সেই হামলার জেরে জনজাতি নেতা খগেন মুর্মু গুরুতর আহত হন এবং তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়।
এই হামলার পর রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। ঘটনার দিনই টুইট করে প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আহত সাংসদকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান এবং তাঁর সঙ্গে কথা বলেন।
পুলিশের পদক্ষেপ ও খুনের চেষ্টার মামলা
সাংসদ খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় মোট ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় খুনের চেষ্টার (Attempt to Murder) মামলাও যুক্ত করা হয়েছে।
বিরোধীরা শুরু থেকেই এই ঘটনার তীব্র নিন্দা করে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। জনজাতি নেতার উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। এই আবহে হাইকোর্টে সিবিআই ও এনআইএ তদন্তের দাবি ওঠায় মামলার গতিপ্রকৃতি নতুন মোড় নিল।