বসিরহাটে এক চাঞ্চল্যকর ঘটনায় এক ইউটিউবার বাবা এবং তাঁর ছেলের বিরুদ্ধে এক নাবালিকা ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেইল করার পর ওই ছাত্রীকে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ দায়ের হওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে।
ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবা ও ছেলে দু’জনেই ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরি করত। সেই পরিচয়ের সূত্র ধরেই তারা ওই নাবালিকা ছাত্রীকে টার্গেট করে। অভিযোগ, তারা ওই নাবালিকার কিছু অশ্লীল ভিডিও তুলে নেয়। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ব্ল্যাকমেইল করতে থাকে এবং পরবর্তীতে ধর্ষণ করে।
পুলিশের পদক্ষেপ: নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হওয়ার পর হাড়োয়া থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
মামলা রুজু: পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।