‘হুলিগানইজম’-কে শো করতে বারণ! অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের কনসার্ট বাতিল, বিতর্কের মুখে উদ্যোক্তারা

খুব অল্প সময়ের মধ্যেই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানইজম’ শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। তাঁদের গানে সমসাময়িক রাজনীতি এবং সমাজ নিয়ে রসিকতা ও কঠোর মন্তব্য থাকে, যা ব্যান্ডটিকে প্রায়শই আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এই চর্চিত ব্যান্ডটি নিয়েই এবার খারাপ খবর ও বিতর্ক তৈরি হলো।

সম্প্রতি ‘হুলিগানইজম’-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত ‘ইউনিটি কনসার্ট’-এ তাঁদের শো বাতিল করা হয়েছে। কোনো ‘অজ্ঞাত কারণে’ কনসার্টের তালিকা থেকে ‘হুলিগানইজম’ ব্যান্ডকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই কনসার্টে ফসিলস, চন্দ্রবিন্দু, লক্ষ্মীছাড়া, ইউফোরিয়ার মতো জনপ্রিয় ব্যান্ডগুলো পারফর্ম করবে।

ব্যান্ডের অন্যতম সদস্য তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়া পেজেও এই বিবৃতিটি শেয়ার করেছেন। বিবৃতিতে লেখা হয়েছে, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনওই খুঁজিবেন না।”

‘ইউনিটি কনসার্ট’ থেকে বাদ কেন?

এই ব্যান্ডের সদস্য দেবরাজ ভট্টাচার্য এক সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের অনুষ্ঠান কেন বাতিল করা হল, তা সবচেয়ে ভাল জানেন আয়োজকরা। তবে আমার যতটা জানতে পেরেছি, ‘হুলিগানইজ়ম’ থাকলে এই অনুষ্ঠানের অনুমতি পেতে অসুবিধা হচ্ছে। অনুমতি দেওয়ার দায়িত্ব প্রশাসনের। তাই এর নেপথ্যের কারণ কী হতে পারে, আমাদের সত্যিই জানা নেই।”

ব্যান্ডের গানে রাজনৈতিক রসিকতা থাকার কারণেই এই অনুমতি পেতে সমস্যা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগেও তাঁদের গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

ইঙ্গিতপূর্ণ বার্তা ‘হুলিগানইজম’-এর

অনুষ্ঠান বাতিল হওয়া প্রসঙ্গে তাঁদের পোস্টে লেখা হয়, “আমরা আগেই বলিয়াছি, পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য এবং সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে।” এই মন্তব্যের মাধ্যমে তাঁরা কোন ইঙ্গিতের দিকে ইঙ্গিত করছেন, তা বুঝতে শ্রোতাদের কারও বাকি নেই।

যদিও ব্যান্ডটি জানিয়েছে যে অনুষ্ঠান বাতিল হলেও গান বন্ধ হবে না। কলকাতা থেকে শুরু করে রাজ্যের বাইরে, এমনকি আমেরিকাতেও একাধিক সফল শো করে ফিরেছে এই ব্যান্ড। পুজোতেও তাঁদের ‘পুজার গান’ মুক্তি পেয়েছে, যা গ্রামগঞ্জের দুর্গাপুজোর ছবি তুলে ধরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy