নেপাল ইস্যুতে বিতর্কিত মন্তব্য! কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং, ১০ নভেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

নেপালে গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ প্রাক্তন সাংসদকে রক্ষাকবচ প্রদান করল। এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ আপাতত অর্জুন সিংকে গ্রেফতার করতে পারবে না।

কেন মামলা দায়ের হয়?
সম্প্রতি নেপালে হওয়া গণঅভ্যুত্থান প্রসঙ্গে অর্জুন সিং বেফাঁস মন্তব্য করে বসেন। বাংলার প্রসঙ্গ টেনে তিনি বলেন:

“হিমালয়ের কোলের ওই ছোট্ট দেশটির মতোই বাংলাকেও উত্তাল হতে হবে।”

তিনি সরকার ফেলে দেওয়ার মতো মন্তব্যও করেন। এর প্রেক্ষাপটেই অর্জুন সিং-এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি লিখিত অভিযোগ দায়ের হয়।

এছাড়াও, এই সময়কালে আরও একাধিক ইস্যুতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক থানায় প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মোট ৫৬টি অভিযোগ দায়ের হয়েছিল। এই সমস্ত এফআইআর-গুলির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েই আদালতে ছোটেন অর্জুন সিং।

হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি শম্পা দত্তের বেঞ্চ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর-এর ভিত্তিতে আপাতত তাঁকে রক্ষাকবচ প্রদান করেছে। আদালতের নির্দেশ, আগামী ১০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না।

হাইকোর্টের এই নির্দেশে আপাতত স্বস্তিতে রয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy