‘প্রশাসন যখন ফেল’, তখন রাস্তায় বিজেপি! করুণাময়ী মেট্রো স্টেশনে অভিনব প্রতিবাদ, কী বললেন বিধান মন্ডল প্রেসিডেন্ট?

দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবার অভিনব প্রতিবাদে নামল বিজেপি। মঙ্গলবার সকালে বিধান নগর বিজেপির পক্ষ থেকে এই প্রতিবাদের আয়োজন করা হয়, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন লাল মিরচ’ (Operation Laal Mirch)।

এই কর্মসূচির অংশ হিসেবে বিজেপি কর্মীরা করুণাময়ী আটো স্ট্যান্ড এবং করুণাময়ী মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখান। তাঁরা লঙ্কার গুঁড়োর প্যাকেট ও পেপার স্প্রে হাতে নিয়ে উপস্থিত হন এবং আগত মহিলাদের হাতে সেগুলি তুলে দেন।

‘অপারেশন লাল মিরচ’ কেন?
বিধান মন্ডল প্রেসিডেন্ট কৌশিক বিশ্বাস জানান, সাধারণ জনগণ ও মহিলাদের সচেতনতা বাড়ানোর জন্যই এই ‘অপারেশন লাল মিরচ’ শুরু করা হয়েছে।

তিনি বলেন, “প্রত্যেক মহিলাকে লাল মিরচ ও পেপার স্প্রে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁরা যাতে নিজেদের কাছে সেফটির জন্য রাখতে পারে। বিভিন্ন জায়গায় মহিলারা যেভাবে নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বেসিক সেফটি প্রোভাইড করা উচিৎ।”

কৌশিক বিশ্বাস প্রশাসনকে ব্যর্থতার দায় দিয়ে বলেন, “যখন প্রশাসন ফেল হচ্ছে, তখন আমরা রাস্তায় নেমে যেটুকু পারছি সেটুকু করছি। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটাই ‘অপারেশন লাল মিরচ’।”

মহিলাদের উপর বেড়ে চলা অপরাধের প্রতিবাদে বিজেপির এই অভিনব কর্মসূচি শহর জুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy