আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে দ্বৈরথে নেমে প্রধানমন্ত্রী মোদীকে পাশে চেয়ে ফোন করার পর, এবার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করলেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভা। জানা যাচ্ছে, গত সোমবার রোমে রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) প্রধান অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সেখানেই লুলা এই আগ্রহ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং জানান যে, তিনি ফেব্রুয়ারির মধ্যেই এই সফরে আসতে চান। তিনি বাংলাদেশে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ ব্যবস্থার সাফল্য সম্পর্কে জানতেও আগ্রহী।
দুই দেশের সহযোগিতা ও ফেব্রুয়ারির নির্বাচন
আলোচনায় লুলা এবং ইউনূস গভীর সমুদ্রে মাছ ধরা, ফার্মাসিউটিক্যালস—বিশেষ করে টিকা যাতে পেটেন্ট-মুক্ত ও সাশ্রয়ী হয় সে বিষয়ে উদ্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে গণ-আন্দোলন—এই সব বিষয়েও আলোচনা করেন।
দুই রাষ্ট্রনেতা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বর্তমানে ব্রাজিল থেকে বাংলাদেশে চিনি এবং বাংলাদেশ থেকে ব্রাজিলে পাট ও বস্ত্র রফতানি হয়ে থাকে। এই সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী তাঁরা।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ইউনূসকে আসন্ন COP30 সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তবে ইউনূস লুলাকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, তিনি হয়তো COP30-এ যোগ দিতে পারবেন না, কারণ তিনি তখন বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন, যা ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস লুলাকে আশ্বস্ত করেন যে, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে।
বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল নিয়েও কথা বলেন। ইউনূস বলেন, “বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিল সমর্থক আছে।”