আলোর উৎসবের কেন্দ্রবিন্দুতে এবারও উত্তর ২৪ পরগনার নৈহাটি। রাজ্যের অন্যতম বিখ্যাত বড়মা কালীপুজো (Kali Puja 2025) এবারও হাজার হাজার ভক্তের সমাগমে শহরকে মাতিয়ে তুলতে চলেছে। মন্দির কমিটির বিশাল আয়োজন এবং প্রশাসনের কড়া নিরাপত্তায় নৈহাটি কার্যত দুর্গে পরিণত হচ্ছে।
মূল পুজো ও অঞ্জলির সময়সূচি
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর কালীপুজো পড়েছে ২০ অক্টোবর ২০২৫, সোমবার।
মূল পুজো: অমাবস্যার রাতে রাত ১২টার পর প্রধান পুজো অনুষ্ঠিত হবে।
মূল অঞ্জলি: ভক্তদের জন্য অঞ্জলি দেওয়ার প্রধান সময় ধরা হয়েছে রাত আড়াইটে।
ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা: পুজো গ্রহণ ও অনলাইন সুবিধা
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয় বলে ভিড় নিয়ন্ত্রণ ও ভক্তদের সুবিধার্থে এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে:
পুজো গ্রহণ শুরু: মূল পুজোর তিন দিন আগে অর্থাৎ ১৭ অক্টোবর থেকেই পুজো গ্রহণ শুরু হবে। ভক্তদের ঢল সেদিন থেকেই নামবে।
কাউন্টার: ভিড় এড়াতে ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আলাদা কাউন্টার খোলা থাকবে। কালীপুজোর মূল দিনে, ২০ অক্টোবর, ৪টি কাউন্টার চালু থাকবে।
অনলাইন পুজো: যারা পুজোর দিনে আসতে পারবেন না, তাদের জন্য মন্দির কমিটি এবার অনলাইন পদ্ধতিতে পুজো দেওয়ার ব্যবস্থা করেছে। অনলাইনে নাম ও গোত্র পাঠালেই পুজো সম্পন্ন হবে।
নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা
লাখো ভক্তের আগমন সামলাতে প্রশাসন এবার কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে:
ট্রাফিক নিয়ন্ত্রণ: শহরের প্রধান রাস্তা এবং স্টেশন এলাকায় ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা চালু করা হবে।
ভিড় নিয়ন্ত্রণ: ভক্তদের জন্য আলাদা প্রবেশ ও নির্গমনের পথ নির্ধারণ করা হয়েছে।
নজরদারি: মন্দির ও সংলগ্ন এলাকায় ভিড় পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
কন্ট্রোল রুম: পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, যা সার্বক্ষণিক তদারকি করবে।
প্রতিমা ও প্যান্ডেল: যা থাকছে আকর্ষণে
নৈহাটির বড়মা কালীপুজোর প্রধান আকর্ষণ হলো বিশালাকৃতির প্রতিমা। অরবিন্দ রোডে প্রতিমা স্থাপনের কাজ প্রায় শেষ।
সাজসজ্জা: প্রতিমার পাশে থাকছে আলোকসজ্জায় মোড়া পথ, থিম ভিত্তিক প্যান্ডেল এবং ভক্তদের বসার জায়গা।
নির্দেশিকা: ভিড় সামলাতে স্থানীয় স্বেচ্ছা সেবকরা দর্শনার্থীদের গাইড করবেন।
সতর্কতা: ভিড় এড়াতে সকাল বা বিকেলের দিকে দর্শন সেরে নেওয়া এবং শিশু বা বয়স্কদের নিয়ে রাতে আসা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ সতর্কতা: কালীপুজোর পরের দিন, ২১ অক্টোবর, বিশিষ্ট ব্যক্তিদের মন্দির দর্শনের সম্ভাবনা থাকায় সেদিনও নিরাপত্তা কড়া থাকবে। স্থানীয় বাসিন্দাদের প্যান্ডেলের আশপাশে গাড়ি পার্কিং এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।