ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে দুর্দান্ত জয় পেল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনেই জয়ের জন্য প্রয়োজনীয় ৫৮ রান তুলে নিয়ে সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। এটি অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম টেস্ট সিরিজ জয়।
পঞ্চম দিনের পারফরম্যান্স:
১২১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে চতুর্থ দিনের শেষে ১ উইকেটে ৬৩ রান তুলেছিল ভারত। পঞ্চম দিন সকালে খেলা শুরু হয় প্রত্যাশা মতোই। যদিও এই দিনে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারায় ভারত। গতকাল ২৯ রানে অপরাজিত থাকা সাই সুদর্শন ব্যক্তিগত ৩৯ রানে ফিরে যান। এরপর অধিনায়ক শুভমন গিলও মাত্র ১৩ রান করে আউট হন।
তবে, দলের হাল ধরেন আরেক ওপেনার কে এল রাহুল। চতুর্থ দিনে ২৫ রানে অপরাজিত থাকা রাহুল দ্রুত নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন। তিনি ৫৮ রানে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে ৬ রানে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। পঞ্চম দিন ভারতীয় দল মাত্র ১৬.২ ওভার ব্যাট করে সাত উইকেটে জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত।