দেশের সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এখন থেকে প্রভিডেন্ট ফান্ড (PF)-এ জমা থাকা মোট টাকার একটি ন্যূনতম অংশ রেখে বাকি সমস্ত অর্থ যে কোনও সময় তোলা যাবে বলে জানাল সংস্থাটি। এই যুগান্তকারী সিদ্ধান্তে কর্মীদের আর্থিক স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়বে।
EPFO-এর সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) এই নতুন উইথড্রল নিয়মে অনুমোদন দিয়েছে। শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ড্যবীয়, ইপিএফও-এর কমিশনার রমেশ কৃষ্ণমূর্তী সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নিয়মে কী কী সুবিধা?
টাকা তোলার স্বাধীনতা: এখন থেকে পিএফ গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্টের ন্যূনতম ২৫ শতাংশ ব্যালেন্স রেখে বাকি ৭৫ শতাংশ টাকা যখন খুশি তুলতে পারবেন। এর আগে শুধুমাত্র অবসর গ্রহণের সময়ই পুরো টাকা তোলার নিয়ম ছিল। চাকরি হারালে প্রথমে ৭৫% এবং দুই মাস পর বাকি ২৫% তোলা যেত।
সংস্থার ও নিজের টাকা: এক্ষেত্রে সংস্থা এবং কর্মী, উভয়ের জমা দেওয়া টাকার অংশই এই ৭৫ শতাংশের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
সুদের সুবিধা: অ্যাকাউন্টে যে ২৫ শতাংশ ন্যূনতম টাকা পড়ে থাকবে, সেটিতেও বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ মিলবে।
টাকা তোলার ক্ষেত্রে নিয়ম আরও সহজ করতে CBT আরও কিছু পদক্ষেপ নিয়েছে। নতুন নিয়মে আরও বলা হয়েছে, এখন থেকে পড়াশোনার জন্য ১০ বার এবং বিয়ের জন্য ৫ বার পিএফ-এর টাকা তোলার সুযোগ পাবেন গ্রাহকরা। ফলে, কর্মজীবনের বিভিন্ন জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট এখন আরও বেশি সহায়ক হবে।