ক্যানিং থেকে ফেরার পথে বিপত্তি! দ্রুতগতির বাইকের ধাক্কায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক, স্থানান্তরিত কলকাতায়

গত সোমবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা এলাকায় এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। জীবনতলা থানা এলাকার মৌখালীর কাছে দ্রুতগতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাইকটি এতটাই দ্রুত গতিতে আসছিল যে প্রথমে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এরপর বাইকটি কার্যত উড়ে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে একটি ঘরের দেওয়ালে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তিনজন রাস্তায় ছিটকে পড়েন।

আহতদের কলকাতায় স্থানান্তরিত:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন পথচারী সারফাত মোল্লা এবং বাইক চালক শাকিল মোল্লা ও বাইক আরোহী আরমান মোল্লা। জানা গেছে, শাকিল ও আরমান মোল্লা ভাঙ্গড় থানার চন্দনেশ্বর থেকে ক্যানিংয়ের মৌখালি ব্রিজে ঘুরতে এসেছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা সারাফত মোল্লাকে ধাক্কা মারে বাইকটি।

ঘটনার পর এলাকাবাসীরাই প্রথম হকচকিয়ে গেলেও দ্রুত তিনজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আহত তিনজনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি এবং বাইক চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আহত তিনজনের পরিবারের সদস্যরা বর্তমানে গভীর উদ্বেগে রয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy