‘মোদি আমার খুব ভালো বন্ধু’, পাশেই বসেছিলেন শেহবাজ! পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঘিরে বাড়ল অস্বস্তি

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের শার্ম এল-শেখ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ‘খুব ভাল বন্ধু’ আখ্যা দেন এবং তাঁর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হন। তবে এই মন্তব্যের সময় পাশেই উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মোদিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর শেহবাজের ‘অস্বস্তি ভাব’ প্রকাশ্যে আসে।

মোদিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য:
সম্মেলনে বক্তব্য রাখার সময় ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে বলেন, ‘‘ভারত মহান দেশ। যার শীর্ষে রয়েছে আমার খুব ভাল বন্ধু। তিনি অসাধারণ কাজ করেছেন।’’

মোদির প্রশংসা শেষ করার পরই ট্রাম্প পাশেই বসে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে ঘুরে জিজ্ঞাসা করেন, ‘‘আমার মনে হয় ভারত এবং পাকিস্তান খুব ভালভাবে একসঙ্গে থাকবে, তাই না?’’

এই অপ্রত্যাশিত প্রশ্নের মুখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন শেহবাজ শরিফ, যার প্রতিক্রিয়া তাঁর মৃদু হাসিতে ধরা পড়ে। এরপর ট্রাম্প দুই দেশকেই মহান দেশ বলে উল্লেখ করেন।

শরিফের প্রশংসার পরই মোদিকে নিয়ে বার্তা:
প্রসঙ্গত, এই সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের বৈশ্বিক শান্তি প্রচেষ্টার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ফের আমেরিকার প্রেসিডেন্টের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। শরিফ মন্তব্য করেন যে ট্রাম্পের নেতৃত্ব ‘‘দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে।’’ গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের জোটের ভূমিকার জন্য তিনি কৃতিত্ব দেন। শরিফের এই প্রশংসার পরেই মোদিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক মঞ্চে বাড়তি নজর কেড়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy