সিকিমকে রেল নেটওয়ার্কে জুড়তে জোরদার কাজ! সেবক-রংপো প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন রাজ্যপাল

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বারবার বাধা এলেও সেবক-রংপো রেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পরিকাঠামোগত কাজের বর্তমান অগ্রগতি মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন ও পর্যালোচনা করলেন সিকিমের মাননীয় রাজ্যপাল শ্রী ওম প্রকাশ মাথুর। পাকিয়ং জেলার রংপোর খানিখোলায় এই প্রকল্পের কাজ দেখতে যান তিনি।

রাজ্যপালের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ ডঃ ইন্দ্র হ্যাং সুব্বা, পাকিয়ংয়ের জেলা কালেক্টর শ্রী রোহন এ এবং অন্যান্য জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শনের সময়, রাজ্যপাল প্রকল্পের অবস্থা মূল্যায়ন করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে মতবিনিময় করেন।

১৪টি টানেল ও ২৩টি সেতুর কাজ প্রায় শেষ:
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার (নির্মাণ) শ্রী অরুণ কুমার চৌধারী এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর শ্রী হরি মোহন গুপ্তা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেন। কর্তৃপক্ষরা রাজ্যপালকে জানান, প্রকল্পের প্রধান উপাদানগুলির মধ্যে ১৪টি টানেল এবং ২৩টি সেতুর মতো কাজ প্রায় শেষের দিকে। একইসঙ্গে, প্রাকৃতিক দুর্যোগ সহ যে সমস্ত চ্যালেঞ্জ কাজের গতিকে প্রভাবিত করেছে, তার রূপরেখাও তুলে ধরা হয়।

পর্যটন, শিল্প ও নিরাপত্তার ভিত্তি:
রাজ্যপাল শ্রী ওম প্রকাশ মাথুর তাঁর বক্তব্যে সেবক-রংপো রেল প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্পটি পর্যটন বৃদ্ধি, রাষ্ট্রীয় সুরক্ষা জোরদারকরণ এবং রাজ্যে শিল্প উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এক রূপান্তরমূলক ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর-পূর্বাঞ্চলে সংযোগ ব্যবস্থা বৃদ্ধির দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে এই প্রকল্পকে চিহ্নিত করে রাজ্যপাল উল্লেখ করেন, ৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে লাইন (যার মধ্যে পশ্চিমবঙ্গে ৪১.৫ কিলোমিটার এবং সিকিমে ৩.৫ কিলোমিটার) প্রথমবারের মতো হিমালয় রাজ্য সিকিমকে রাষ্ট্রীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করবে।

গুণমান, সুরক্ষা এবং সময়মতো বাস্তবায়নের সর্বোচ্চ মান বজায় রাখার জন্য রাজ্যপাল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে, ইরকন এবং সমস্ত প্রকল্পের কর্মকর্তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার ব্যাপারে পূর্ণ আস্থা প্রকাশ করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy