বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের ভিড়ের মাঝেই আরও একবার জনমুখী ভূমিকায় দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমতলায় আয়োজিত এই বিজয়া শুভেচ্ছা অনুষ্ঠানে শুধুমাত্র কুশল বিনিময়ই নয়, বরং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা নথিভুক্ত করার জন্য একটি বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছিল।
সরাসরি সাংসদের তত্ত্বাবধানে সমস্যার সমাধান:
এই সহায়তা কেন্দ্রে স্থানীয় মানুষজন তাঁদের বিভিন্ন অভিযোগ যেমন—নাগরিক সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, চিকিৎসা সংক্রান্ত অভিযোগ ইত্যাদি নথিভুক্ত করার সুযোগ পেয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই সমস্ত নথিভুক্ত অভিযোগ বা সমস্যাগুলির তত্ত্বাবধান করবেন এবং দ্রুত সেগুলির সমাধানের ব্যবস্থা করবেন বলে জানা গেছে। বিজয়ার আবহে এই ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে।
নেতা-কর্মীদের ভিড়, জনসংযোগে জোর:
আমতলার দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবক’টি বিধানসভার সর্বস্তরের নেতা-নেত্রী-কর্মীরা এদিন তাঁদের সাংসদকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলেন। রাস্তার দু’পাশেও কাতারে কাতারে কর্মী-সমর্থকদের ভিড় ছিল। গাড়ি থেকে নেমে সকলের অভিবাদন গ্রহণ করেন অভিষেক। হাত নেড়ে সকলের শুভেচ্ছার জবাব দেন এবং ভিতরে গিয়ে কুশল বিনিময় করেন।
ডিসেম্বর থেকে ফের ‘সেবাশ্রয় ক্যাম্প’:
শুভেচ্ছা বিনিময়ের ফাঁকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা কেন্দ্রের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাস থেকে ফের ‘সেবাশ্রয় ক্যাম্প’ শুরু করতে চলেছেন। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি, রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতেও সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বলেছেন।
এছাড়াও, তিনি দলের বিজয়া সম্মিলনী কর্মসূচি প্রতিটি ব্লকে ভালোভাবে আয়োজনের কথা স্মরণ করিয়ে দেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভার প্রতিটি বিধানসভা ভিত্তিক নেতা-কর্মীদের নিয়ে শীঘ্রই বৈঠক করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিজয়ার শুভেচ্ছার আবহেও দলের নেতা-কর্মীদের আরও বেশি করে মানুষের পাশে থাকার এবং নিবিড় জনসংযোগে যেন কোনো খামতি না হয়, সেকথা স্মরণ করিয়ে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকলেই তাঁকে উপহার দেন এবং তিনি সকলের ছবি তোলার আবদারও হাসিমুখে মিটিয়ে দেন।