বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে (Tamannaah Bhatia) নিয়ে প্রবীণ অভিনেতা অন্নু কাপুরের (Annu Kapoor) একটি মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্নার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন এই অভিজ্ঞ অভিনেতা। নেটিজেনরা তাঁর মন্তব্যকে ‘অশ্লীল’ ও ‘কুরুচিকর’ আখ্যা দিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
বিতর্কের সূত্রপাত হয় যখন এক সাক্ষাৎকারে ‘আজ কি রাত’ গানটি নিয়ে আলোচনার সময় তামান্নার উপস্থিতি প্রসঙ্গে মন্তব্য করেন অন্নু কাপুর। শুভঙ্কর মিশ্রের সঙ্গে কথোপকথনে তামান্না এবং তাঁর জনপ্রিয় গান সম্পর্কে মতামত জানতে চাওয়া হলে, অন্নু কাপুর বলেন,
“মাশাআল্লাহ কেয়া দুধিয়া বদন হ্যায় (অর্থাৎ, তামান্নার শরীর দুধেল)।”
এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনেকেই অভিনেতার এই তুলনাকে অত্যন্ত অশালীন বলে মনে করছেন।
‘৭০ বছরের বাচ্চা ঘুমিয়ে পড়ে!’
বিতর্ক আরও বাড়ে যখন অন্নুকে জানানো হয় যে তামান্না একবার উল্লেখ করেছিলেন, বাচ্চারা তাঁর ‘আজ কি রাত’ গানটি শুনে ঘুমিয়ে পড়ে। এই প্রসঙ্গে প্রবীণ অভিনেতার মন্তব্য ছিল,
“কত বছরের বাচ্চারা ঘুমিয়ে পড়ে? ৭০ বছরের বাচ্চা হতে পারে। আমি সামনে থাকলে জিজ্ঞেস করতাম। উনি নিজের গানের মাধ্যমে, নিজের ‘দুধিয়া চেহারা’ নিয়ে আমাদের বাচ্ছাদের ঘুম পাড়ায় খুব ভাল কথা। দেশের উপকার হবে যদি আমাদের বাচ্চারা ভালোভাবে ঘুমায়। আরও কোনও ইচ্ছে থাকলে, ভগবান ওঁর সব ইচ্ছে পূরণ করুক।”
View this post on Instagram
অভিনেতার এই মন্তব্যের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া দেখান। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একযোগে অভিনেতার মন্তব্যকে ‘অশ্লীল’ ও ‘অশালীন’ বলে চিহ্নিত করেছেন। অনেকেই প্রবীণ অভিনেতাকে জনসাধারণের আলোচনায় মহিলাদের প্রতি আরও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তামান্নার ভক্ত ও নেটিজেনদের বড় অংশ দাবি তুলেছেন, অন্নু কাপুর যেন দ্রুত তামান্নার কাছে ক্ষমাপ্রার্থনা করেন।
তবে, যাকে নিয়ে এই মুহূর্তে এত আলোচনা, সেই তামান্না ভাটিয়া এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।