বিয়েবাড়ির যাত্রাপথে চরম মর্মান্তিকতা! হিমাচল প্রদেশের সোলানে উল্টে গেল বেসরকারি বাস, AIIMS-এ ভর্তি ১০ জন আহত

ফের বাস দুর্ঘটনার শিকার হলো হিমাচল প্রদেশ। সোমবার বিকেলে সোলান জেলার বাড্ডি এলাকার রামশহর থানা এলাকায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রী বোঝাই বেসরকারি বাস। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মোট ৪২ জন যাত্রী নিয়ে বাসটি বাড্ডি থেকে জোবি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। সোলান জেলার রামশহর থানা এলাকার লুহারঘাটে আচমকাই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলেই বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশের একটি মাঠে পড়ে যায়।

আহতদের AIIMS-এ ভর্তি:
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ব্যাপক শোরগোল পড়ে যায় এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয়রা এবং অন্য যাত্রীরা মিলে দ্রুত আহতদের উদ্ধারের কাজ শুরু করেন। যেহেতু দুর্ঘটনাটি বিলাসপুর জেলার সীমান্তের কাছে ঘটেছে, তাই গুরুতর আহত ১০ জনকে দ্রুত চিকিৎসার জন্য বিলাসপুর AIIMS-এ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই বিলাসপুরের বার্থিনের ভাল্লুপুলের কাছে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, যেখানে ১৬ জন প্রাণ হারান এবং দুই শিশু আহত হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই দুর্ঘটনা ঘটল হিমাচলে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy