বিশ্বাস করা কঠিন! বাড়িতে সামান্য বচসা, ঠাকুমার তিরস্কার! রাগের চোটে বাড়ি ছেড়ে গিয়েই মালগাড়ির সামনে ঝাঁপ দিলেন স্বামী-স্ত্রী! কী ঘটেছিল?

অন্ধ্রপ্রদেশের কাড়াপায় এক মর্মান্তিক ঘটনা! সামান্য পারিবারিক অশান্তির জেরে সপরিবারে আত্মঘাতী হলেন এক দম্পতি। রবিবার সকাল ১১টা নাগাদ কাড়াপা রেল স্টেশনে একটি মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তাঁরা। ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, রেললাইনের উপর তাঁদের দেহাংশ ছিন্নভিন্ন অবস্থায় পড়েছিল।

নিহতদের শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন শ্রীরামুলু (৩৫), তাঁর স্ত্রী শিরিসা (৩০) এবং তাঁদের দেড় বছরের শিশুসন্তান ঋত্বিক।

ঝগড়ার জেরেই চরম সিদ্ধান্ত:
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আত্মহত্যার আগে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। তাদের এই লাগাতার ঝগড়ার কারণে শ্রীরামুলুর ঠাকুমা তাঁদের তিরস্কার করেন। কিন্তু সেই তিরস্কারে হিতে বিপরীত হয়। রাগের মাথায় ওই দম্পতি তাঁদের দুধের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরেই কাড়াপা রেল স্টেশনে গিয়ে মালগাড়ির সামনে ঝাঁপ দেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, শিশু সহ দম্পতি রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আত্মহত্যার আসল কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

শোকে ঠাকুমারও মৃত্যু:
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় সূত্রে আরও একটি দুঃসংবাদ মিলেছে। ওই দম্পতি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্রীরামুলুর ঠাকুমার। যার সামান্য তিরস্কারের জেরে এই বিশাল মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই শোকের ধাক্কা সহ্য করতে না পেরেই ঠাকুমারও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এক দিনে একটি পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু এবং এক বৃদ্ধার শোকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy