মুম্বাই: ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার বাড়িতে অনুষ্ঠিত দিওয়ালি পার্টিতে এবার ভিড় জমিয়েছিলেন কারিনা কাপুর খান, করণ জোহর, হেমা মালিনী, ঊর্মিলা মাতন্ডকর, রীতেশ দেশমুখ-এর মতো বলিউডের বহু তারকা। তবে লাইমলাইট কেড়ে নিলেন ‘গুজব’-এর কেন্দ্রে থাকা যুগল বিহান সামাত এবং রাধিকা মদন। গত বছর থেকে যাদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে, তাদের একসঙ্গে উপস্থিতি সেই আগুনে আরও ঘি ঢালল।
পাপারাৎজিদের মন্তব্যে লাজুক রাধিকা:
ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাধিকা মদন এবং বিহান সামাত খুব কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলছেন। পাপারাৎজিরা যখন তাঁদের ‘নাইস জোড়ি’ বলে ডাকতে শুরু করেন, তখন অভিনেত্রী হেসে ফেলেন এবং লাজুকভাবে তাঁর প্রেমিককে দেখেন। তাদের অসাধারণ কেমিস্ট্রি সহজেই সবার নজর কাড়ে। একসঙ্গে পোজ দেওয়ার পর বিহান ভেতরে চলে যান, আর রাধিকা একাই পোজ দিতে থাকেন।
দিওয়ালির এই উৎসবে রাধিকাকে দেখা যায় বেবি পিঙ্ক রঙের এমবেলিশড লেহেঙ্গায়, যার সঙ্গে ছিল হাল্টার-নেক ব্লাউজ এবং ফিশ-কাট সিলুয়েট। অন্যদিকে, ‘দ্য রয়্যালস’ অভিনেতা বিহান সামাত পরেছিলেন বেইজ এবং আইভরি রঙের শেরওয়ানি, যা উৎসবের মেজাজের সঙ্গে পুরোপুরি মানানসই ছিল।
সম্পর্কের জল্পনা এবং মুখরোচক মন্তব্য:
বিহান সামাত এবং রাধিকা মদনের ডেটিংয়ের গুঞ্জন অনেকদিন ধরেই শিরোনামে। এই জল্পনার সূত্রপাত হয়েছিল যখন বিহান অভিনীত সিনেমা ‘CTRL’-এর স্ক্রিনিংয়ে রাধিকাকে দেখা গিয়েছিল। যদিও এর আগে এক সাক্ষাৎকারে রাধিকা এই গুজব নিয়ে মুখ খুলে বলেছিলেন, “যখন মন্তব্য করার দরকার হবে, তখন করব। আপাতত আমি আমার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে চাই।”
পরে, দুজনকে মুম্বাইয়ের একটি মলে হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেলে সেই ছবি Reddit-এ ভাইরাল হয়, যা জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। আরেক সাক্ষাৎকারে বিহানকে রাধিকার সঙ্গে তাঁর ভাইরাল হওয়া ছবিটি দেখানো হলে তিনি মৃদু হেসে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে রাধিকার কাজের প্রশংসা করে তিনি বলেন, “আমি তাঁর কিছু কাজ দেখেছি। আমার মনে হয় ‘পটাখা’ থেকে ‘আংরেজি মিডিয়াম’, ‘মর্দ কো দর্দ নেহি হোতা’, ‘সরফিরা’ পর্যন্ত তাঁর সমস্ত কাজই দুর্দান্ত।”