“উত্তম কুমারের নাতির নাকে নাকছাবি!”-গৌরবের নতুন লুক নিয়ে তুমুল ট্রোলিং, নেটিজেনরা বললেন—’পরিবারের কলঙ্ক’

সিনেমা, সিরিয়াল এবং ওটিটি—তিন মাধ্যমেই সমান দক্ষতার সঙ্গে কাজ করা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় সম্প্রতি তাঁর নতুন লুকস নিয়ে আলোচনায়। উত্তম কুমারের নাতি হিসেবে পরিচিত এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও বরাবরই সাহসী। তবে এবার নিজের নতুন লুকের জন্য তাঁকে ট্রোলিংয়ের মুখে পড়তে হলো।

সম্প্রতি গৌরব সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে অবসর কাটানোর কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁর পোশাক বিশেষ না হলেও, সকলের চোখ আটকেছে তাঁর নাকের গোল আকারের নাকছাবিতে (Nose Pin)। অভিনেতা নিজেই নাকছাবি পরা এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবি পোস্ট হতেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই তাঁর লুকসের প্রশংসা করলেও, ট্রোল করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ।

ট্রোলিংয়ের শিকার অভিনেতা:

নেটিজেনদের একাংশ গৌরবের এই লুকসের তীব্র নিন্দা করেছেন। একজন ইউজার লেখেন, “উত্তম কুমার বেঁচে থাকলে নাকে দুল পরার অপরাধে নাতিকে বাড়ি থেকে বের করে দিত।” কেউ কেউ তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে ‘এলজিবিটি’ নিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ মহানায়কের প্রসঙ্গ টেনে তাঁকে ‘উত্তম কুমারের পরিবারের কলঙ্ক’ বলেও আখ্যা দিয়েছেন। যদিও গৌরব চট্টোপাধ্যায় এই ট্রোলিং নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তিনি বরাবরই নিজের লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন।

প্রসঙ্গত, বর্তমানে পুরুষদের মধ্যে গয়না পরার ট্রেন্ড বেশ জনপ্রিয়। একটা সময় ওজন বেশি থাকা সত্ত্বেও নিজেকে ৯০ ডিগ্রি বদলে এই চেহারায় এসেছেন গৌরব। স্ত্রী দেবলীনার সঙ্গে পাল্লা দিয়ে নিয়মিত শরীরচর্চা করে তিনি ঈর্ষণীয় স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন। গৌরবকে শেষ দেখা গিয়েছিল ‘তেঁতুলপাতা’ সিরিয়ালে। শোনা যাচ্ছে, শীঘ্রই শোলাঙ্কির সঙ্গে জুটি বেঁধে তিনি ছোটপর্দায় ফিরতে পারেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy