দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাত আটটার পর মেয়েরা কেন বাইরে বেরোবে’— এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে এবার মুখ খুললেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি মমতার এই মন্তব্যকে ‘অত্যন্ত অসংবেদনশীল’ বলে অভিহিত করেছেন।
মুখ্যমন্ত্রীকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কড়া আক্রমণ:
সাংবাদিকদের সামনে প্রিয়াঙ্কা টিবরেওয়াল সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন:
“মহিলা হিসেবে লজ্জা হওয়া উচিত মমতার! বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যখন নিজেকে গর্ব করেন, তখন কেন বাংলার মেয়েরা নিরাপদ নয়?”
বিজেপি নেত্রী বলেন, মুখ্যমন্ত্রী অপরাধীদের ধরার বদলে অভিযোগকারিণীকেই দোষারোপ করছেন। তিনি প্রশ্ন তোলেন, “হোস্টেল থেকে বের হওয়ায় কি মেয়ের দোষ? তিনি ভুলে যাচ্ছেন যে তিনি প্রথমে একজন মহিলা, এবং বাংলার মহিলা মুখ্যমন্ত্রী।”
প্রিয়াঙ্কা টিবরেওয়াল আরও অভিযোগ করেন যে, যেখানে বাংলার মেয়েরা নিরাপদ নয়, সেখানে এমন কথা বলা লজ্জার। তাঁর মতে, এটি তৃণমূলের শাসনের ব্যর্থতা এবং আর জি করের ঘটনার পরও সরকার কোনো শিক্ষা নেয়নি। তিনি জোর দিয়ে বলেন, সরকারের দায়িত্ব মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা।
ঠিক কী ঘটেছিল দুর্গাপুরে?
শুক্রবার রাতে দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হন। ওড়িশার জলেশ্বরের ২৩ বছর বয়সী এই ছাত্রী রাত ১২:৩০-এর দিকে এক বন্ধুর সঙ্গে খাবার কিনতে বের হয়েছিলেন। সেখানেই ৫-৬ জন দুষ্কৃতী তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার করে এবং ধর্ষণ করে বলে অভিযোগ।
সাধারণ মানুষ মনে করছেন, বাংলার বুকে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা মেয়েদের নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতার এমন মন্তব্য রাজনীতির ময়দানে নয়া উত্তেজনা তৈরি করেছে, এবং অভিযোগকারিণীর অভিভাবকরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানা গিয়েছে।