চোরদের দলে কেন?’ তৃণমূলের খুনের হুমকি বিতর্ক নিয়ে কটাক্ষ বিজেপির! অভিযোগ ওঠা সুজিত রায় কী বলছেন?

দলের একাংশের দুর্নীতির বিরুদ্ধে সমাজ মাধ্যমে মুখ খোলায় এবার খোদ তৃণমূল নেতার বিরুদ্ধেই উঠল খুনের হুমকির অভিযোগ। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূলের রাজ্য যুব সহ-সভাপতি পার্থসারথি মাইতি।

বিগত বেশ কয়েক মাস ধরে পার্থসারথি মাইতি দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, যা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বকে বেশ কয়েকবার অস্বস্তিতে ফেলেছিল। এর ফলস্বরূপ, এবার তিনি সরাসরি জেলা সভাপতির কাছ থেকে খুনের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

‘কুরবান শার মতো খুন হতে পারি’:

আতঙ্কিত পার্থসারথি মাইতি জানিয়েছেন, জেলা সভাপতি যে ভাষায় তাঁর সঙ্গে কথা বলেছেন, তাতে তাঁকে ‘অ্যান্টি সোশ্যাল’ বলেই মনে হয়েছে। তিনি বলেন, “গত ২০১৯ সালে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ দলের দুর্নীতির অভিযোগ করায় খুন হতে হয়েছিল। আমি দ্বিতীয় কুরবান শা হয়ে যেতে পারি।”

এই গুরুতর অভিযোগের পরই পার্থসারথি মাইতি দ্রুত রাজ্য নেতৃত্ব এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তিনি ইতিমধ্যেই রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ সহ জেলা পুলিশ সুপার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে ইমেলের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করায়, আপাতত দল ছাড়ছেন না বলে জানিয়েছেন তিনি।

বিজেপির কটাক্ষ:

তৃণমূলের অভ্যন্তরে এই সংঘাত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, “কাক কাকের মাংস খায় না। এতদিন তৃণমূল বিজেপি কর্মীদের খুন করেছে, এবার নিজের দলের লোকদেরই খুনের হুমকি দিচ্ছে। চোরদের সঙ্গে থাকছেন কেন?”— এই প্রশ্নও তুলেছে বিজেপি। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যান্য খবর: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ: গ্রেফতার ৩ অভিযুক্ত, ২ জনের খোঁজে তল্লাশি
এদিকে, রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। এই ঘটনায় জড়িত বাকি দুই অভিযুক্তের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ আশা করছে, তাদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

জানা গিয়েছে, গণধর্ষণের শিকার ওই ডাক্তারি পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা এবং দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ তিনি এক পুরুষ বন্ধুর সঙ্গে মেডিক্যাল কলেজের ক্যাম্পাস থেকে বের হন। অভিযোগ, ক্যাম্পাসের গেটের কাছেই তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy