বড়, কালো, টানাটানা সুন্দর চোখ মুখের সৌন্দর্য নিমেষে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। তবে সকলের জন্মগতভাবে তেমন আকর্ষণীয় চোখ না থাকলে ভরসা সেই মেকআপের ওপরই। চোখকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আমরা প্রথমেই যে প্রসাধনীটি ব্যবহার করি, তা হলো আইলাইনার। আইলাইনারের সঠিক ব্যবহারে ছোট চোখও বেশ বড় দেখাতে পারে। এবার থেকে আর বাজারের চড়া দামের আইলাইনার নয়, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের রঙের আইলাইনার।
প্রথম ধাপ:
প্রথমে নিজের হাত এবং একটি ছোট কাঁচের শিশি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর সেগুলোকে শুকনো করে নিন। একটি কটন বাডের সাহায্যে আপনার পছন্দের রঙের আইশ্যাডো ঘষে ঘষে তুলে সেই পরিষ্কার শিশিতে ভরে নিন। আপনি একাধিক রঙের আইশ্যাডো মিশিয়ে নিজের মতো শেডও তৈরি করতে পারেন।
দ্বিতীয় ধাপ:
এবার শিশিতে রাখা আইশ্যাডো পাউডারের সাথে কয়েক ফোঁটা জল মিশিয়ে নিন। ধীরে ধীরে মেশাতে থাকুন যতক্ষণ না একটি ঘন পেস্টের মতো তৈরি হয়। জলের পরিমাণ এমনভাবে মেশান যাতে মিশ্রণটি খুব বেশি পাতলা না হয়ে যায়।
তৃতীয় ধাপ:
একটি পাতলা আইলাইনার ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে পুরো প্রোডাক্টটি মিশিয়ে নিন। খেয়াল রাখবেন এই মিশ্রণে যেন কোথাও কোনো দলা না থাকে। মসৃণ এবং একরকম ঘনত্ব বজায় রাখা জরুরি। প্রয়োজন হলে আরও এক-দু ফোঁটা জল মেশাতে পারেন, তবে খুব সাবধানে।
চতুর্থ ধাপ:
এইবার এই তৈরি করা মিশ্রণে অল্প পরিমাণে আই প্রাইমার অথবা ফেস প্রাইমার মেশান। যতক্ষণ না পর্যন্ত এই প্রাইমার সম্পূর্ণরূপে মিশ্রণের সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ আইলাইনার ব্রাশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে গেলে শিশির মুখটি শক্ত করে আটকে দিন। এই পদ্ধতিতে তৈরি করা আইলাইনার আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার পছন্দের যেকোনো রঙের আইলাইনার ঘরে বসেই তৈরি করতে পারেন। এটি যেমন আপনার খরচ কমাবে, তেমনই বাজারের রাসায়নিকযুক্ত আইলাইনারের ঝুঁকিও এড়াতে সাহায্য করবে।