‘গাঁটছড়া’ জুটিকে ফিরিয়ে আনছে স্টার জলসা! নতুন ধারাবাহিকে ‘এলা’ ও ‘গোরা’-র চরিত্রে শোলাঙ্কি-গৌরব, প্রকাশ্যে ফার্স্ট লুক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে প্রথমবার জুটি বেঁধে দর্শক মহলে বিপুল সাড়া জাগিয়েছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শোলাঙ্কি রায়। সেই সাফল্যের রেশ ধরে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এবার ফের এই পুরনো জুটিকে ছোটপর্দায় ফিরিয়ে আনছে। স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে এই নতুন মেগা।

ইতিমধ্যেই চ্যানেল এই নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে। গৌরব-শোলাঙ্কির সঙ্গে এই মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেতা কৌশিক রায়ও।

গল্পে এলা ও গোরা
এবার এলা ও গোরার গল্প বলবেন গৌরব-শোলাঙ্কি। এই ধারাবাহিকে দু’জনের চরিত্রই একেবারে ভিন্ন মেরুর:

শোলাঙ্কি রায় (‘এলা’): ‘এলা’ গান, গল্প, কবিতা নিয়েই জীবন কাটায়। সে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে চায় এবং সব সময় তার মধ্যে ইতিবাচক সত্তা কাজ করে।

গৌরব চট্টোপাধ্যায় (‘গোরা’): অন্যদিকে, ‘গোরা’ চরিত্রটি একেবারে ভিন্ন। সে গম্ভীর মেজাজের এবং তার কাছে ভালোবাসা মানে সময় নষ্ট।

এই ভিন্ন মেরুর গোরা-র সঙ্গে কীভাবে এলা-র পথ মিলবে? কীভাবে এগোবে দু’জনের গল্প—সেটাই দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক।

কৌশিক রায় ফিরছেন ধূসর চরিত্রে
এই ধারাবাহিকের মাধ্যমে আবারও ছোটপর্দায় ফিরলেন অভিনেতা কৌশিক রায়। তাঁকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে। তবে জানা যাচ্ছে, এই নতুন মেগায় কৌশিককে দেখা যেতে চলেছে ধূসর চরিত্রে।

খবর অনুযায়ী, তাঁর চরিত্রটি গল্প অনুযায়ী বদলে যাবে! দর্শক মহলে কৌশিকের জনপ্রিয়তা কথা মাথায় রেখেই এই মেগায় বোনা হয়েছে তাঁর চরিত্রটি।

ধারাবাহিকের নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে সামনে এসেছে নায়ক-নায়িকার প্রথম ঝলক। মিষ্টি মেয়ে ‘এলা’ ও রগচটা ‘গোরা’-র চরিত্রে তাঁদের দেখে অনুরাগীরা দারুণ খুশি। এখন শুধু অপেক্ষা, কোন স্লটে আসে এই নতুন মেগা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy