দু’মাসের ব্যবধানে বলিউডের দুই বিগ বাজেট প্রোজেক্ট থেকে বাদ পড়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ (Spirit) এবং নাগ অশ্বিনের ‘কল্কি 2898 এডি’ (Kalki 2898 AD sequel)-এর মতো গুরুত্বপূর্ণ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়ার পর থেকেই কেরিয়ারে বড়সড় ধাক্কা খান তিনি। তবে এই পুরো বিতর্কিত সময়কালে সম্পূর্ণ নীরব ছিলেন অভিনেত্রী। অবশেষে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মঞ্চে এসে প্রথমবার নিজের পেশাদার জীবন এবং বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি, ফাঁস করলেন বলিউডের তারকাদের ‘কাজের শিফট’ নিয়ে এক বিস্ফোরক সত্য!
কিছুদিন আগেই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ততার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দীপিকা। এর মাঝেই, ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মধ্যপ্রদেশে পাড়ি দেন তিনি। সেখানেই তাঁর ফাউন্ডেশন ‘লিভ লাভ লাফ’ (Deepika Padukone Mental Health Foundation)-এর দশম বর্ষপূর্তি উদযাপনে যোগ দেন অভিনেত্রী। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই সংস্থা তৈরি করেছিলেন তিনি। এই বিশেষ অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হন দীপিকা।
‘নিঃশব্দে লড়াই করতে পছন্দ করি’: পারিশ্রমিক বিতর্ক ও কাজ থেকে বাদ পড়া নিয়ে উত্তর
স্বাভাবিকভাবেই, সাংবাদিকদের পক্ষ থেকে দীপিকার বড় দুটি প্রোজেক্ট থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হয়। পেশাদারিত্ব নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে অভিনেত্রী প্রথমবার নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমার এই লড়াই নতুন নয়। এমনকি, যখন সমান পারিশ্রমিকের কথা ওঠে, তখন আমার কাছে যেটা এসেছে, সেটাই নিতে হয়েছে। আমি এমন একজন মানুষ যে নিঃশব্দে লড়াই করতেই পছন্দ করে। আমি ডিগনিটির সঙ্গে একা নিজের লড়াই লড়ে গিয়েছি।”
‘অনেক সুপারস্টার আছেন যাঁরা ৮ ঘণ্টার বেশি কাজ করেন না’: ফাঁস করলেন বলিউডের ‘অসংগঠিত’ কাজের রুটিন
এরপরেই দীপিকা বলিউডের ভেতরের এক গোপন বিষয় প্রকাশ্যে এনে সবাইকে চমকে দেন। তিনি বলেন, “ইন্ডাস্ট্রির ভিতরে এটা কিন্তু কোনও গোপনীয় বিষয় নয়। অনেক সুপারস্টার তথা অভিনেতা আছেন যাঁরা ৮ ঘণ্টার বেশি কাজ করেন না। আর সেটা দীর্ঘ সময় ধরেই চলে আসছে। কখনও তো তাঁদের নিয়ে হেডলাইনস হয় না।”
নাম না করে তিনি আরও যোগ করেন, “আমি তাঁদের নাম নিতে চাই না। এমন অনেকে আছেন যাঁরা শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করেন। শনিবার-রবিবার উইকেন্ডে কাজ করেন না। আর এটা এই ইন্ডাস্ট্রিতে নতুন বিষয় নয়। ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রি মুখে বললেও, আমরা ইন্ডাস্ট্রির মধ্যে একতা নিয়ে কাজ আসলে করিই না। ভীষণ অসংগঠিত এই ইন্ডাস্ট্রি।” এই মন্তব্যের মাধ্যমে বলিউডের তারকাদের কাজের প্রতি দায়বদ্ধতা এবং ইন্ডাস্ট্রির অসংগঠিত রূপটিকেই তুলে ধরলেন তিনি।
মেয়ে দুয়াকে নিয়ে আবেগপ্রবণ: ‘জীবনের সেরা চরিত্র পালন করছি’
পেশাগত জীবনের টানাপোড়েনের মাঝে মাতৃত্ব উপভোগের প্রশ্ন উঠলে দীপিকা হয়ে ওঠেন একান্তই ঘরোয়া। গত বছরের সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নভেম্বরে মেয়ের নাম ‘দুয়া’ (Dua) প্রকাশ্যে আনেন রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা।
মাতৃত্বের অভিজ্ঞতা জানাতে গিয়ে দীপিকা বলেন, “আমি বরাবরই ভীষণ ধৈর্য্যশীল একজন মানুষ। আমার সহ্যশক্তির ক্ষমতা মারাত্মক। আমার মনে হয় মাতৃত্বযাপন এমন একটা জার্নি, যেখানে তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়। আমাকে মাতৃত্ব আরও বেশি সামাজিক করে তুলেছে।” তিনি স্বীকার করেন যে, আগে বাইরে কারোর সঙ্গে বেশি মেলামেশা পছন্দ করতেন না, কিন্তু মাতৃত্বের এই জার্নি তাঁকে কমফোর্ট জোন থেকে বের করেছে, আর তিনি তা ভীষণ উপভোগ করছেন।
শেষে আবেগময় হয়ে দীপিকা বলেন, “আমি সবসময় একজন মা হতে চেয়েছি। আসলে যখন বোন অনিশা জন্ম নিয়েছে, তখন থেকেই আমি মা হতে চেয়েছি। তাই আমি বলতে চাই আমি জীবনের সবচেয়ে সেরা চরিত্র বা ভূমিকা পালন করছি আর প্রতিটা মুহূর্ত ভীষণভাবে উপভোগ করছি।”