‘বয়কট দীপিকা’ স্লোগান! আবুধাবির সংস্কৃতিকে সম্মান জানাতে গিয়ে কেন সমালোচনার মুখে পড়লেন তারকা-দম্পতি?

কোনও ছবি বা সিনেমার জন্য নয়, এবার আবু ধাবির নতুন পর্যটন প্রচারাভিযান ‘ভিজিট আবুধাবি’-এর একটি বিজ্ঞাপনের জেরে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের তারকা-দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। এই বিজ্ঞাপনে দীপিকার পোশাক এবং রণবীরের দাড়ি রাখা লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপনে কী দেখা গেছে?
বিজ্ঞাপনটিতে দীপিকার পরনে খয়েরি রঙের হিজাব এবং রণবীরের পরনে কালো স্যুটের সঙ্গে লম্বা দাড়ি দেখা যায়। ভিডিওতে এই দম্পতিকে আবুধাবির মনোরম সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষ করে শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে ঘুরে দেখতে দেখা যায়।

প্রশংসা: অনেক দর্শকই এই দৃশ্যকে ‘শালীন এবং মর্যাদাপূর্ণ’ বলে প্রশংসা করেছেন। কেউ কেউ হিজাব পরিহিত দীপিকাকে ‘দারুণ’ লেগেছে বলেও মন্তব্য করেন।

সমালোচনা: তবে নেটিজেনদের একাংশ তাঁদের এই সাজে বিজ্ঞাপন করার সিদ্ধান্তকে ‘হিন্দু ধর্মকে অসম্মান’ বলে দাগিয়ে দিয়েছেন। একজন নেট-ব্যবহারকারী সরাসরি ‘বয়কট দীপিকা’ স্লোগান দেন এবং মন্তব্য করেন, “যারা হিন্দুধর্মের মর্যাদা বোঝে না, তাদের এড়িয়ে চলুন।”

বিতর্কের কেন্দ্রে হিজাব পরা বাধ্যতামূলক কি?
সমালোচনার মুখে দীপিকা ও রণবীরের পক্ষেও সুর চড়িয়েছেন অনেকেই। ভক্তদের দাবি, শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে প্রবেশের সময় অবয়া (Abaya) বা হিজাব পরা বাধ্যতামূলক, যা আরবের সংস্কৃতির প্রতি সম্মানের প্রতীক।

একজন ভক্ত লেখেন, “এই মসজিদে প্রবেশের সময় সবাইকে হিজাব পরতে হয়—এমনকি রিহানাও পরেছিলেন। এতে কারও আহত হওয়ার কিছু নেই।”

অন্য এক ভক্তের মন্তব্য, “এটা ধর্মের নয়, সংস্কৃতির ব্যাপার। তিনি ভারতের প্রতিনিধিত্ব করছেন, একইসঙ্গে স্থানীয় ঐতিহ্যকেও সম্মান জানাচ্ছেন।”

তাঁদের মতে, দীপিকা এখানে ধর্ম নয়, বরং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। কিন্তু এই ইতিবাচক ব্যাখ্যার পরেও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক থামেনি।

চলতি বছরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। পারিশ্রমিক ও ডেট সমস্যার কারণে সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কল্কি’-এর সিক্যুয়েল থেকেও তিনি সরে এসেছেন বলে খবর। এর মাঝেই নতুন বিজ্ঞাপনের হাত ধরে ফের পর্দায় একসঙ্গে এলেন রণবীর-দীপিকা, কিন্তু তাতেও বিতর্ক তাঁদের পিছু ছাড়ল না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy