অভিনেতা সলমন খানের বিরুদ্ধে তোপ দাগার পর এবার বলিউড বাদশা শাহরুখ খানের দিকে সরাসরি আঙুল তুললেন ‘দবং’ ছবি খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কেবল শাহরুখের “মানসিকতা ঠিক নয়” বলেই ক্ষান্ত হননি, তারকার ধর্ম নিয়েও ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন। তাঁর এই বিতর্কিত মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার ঝড় উঠেছে।
মন্নত-জন্নত টেনে ধর্মীয় কটাক্ষ
অভিনব কাশ্যপ তাঁর সাক্ষাৎকারে সরাসরি শাহরুখ খানকে ভারত ছেড়ে পাকাপাকিভাবে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর মন্তব্যে স্পষ্ট মুসলিমবিদ্বেষীর গন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
“এই জাতটা শুধু নিতেই জানে, দিতে জানে না। শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম জন্নত, আর এখানকার মন্নত। মন্নত মানে তো প্রার্থনা। মন্নত পূরণ হয়েছে বলেই তো জন্নতের দিকে নজর দিয়েছেন উনি! যদি আপনার জন্নত ওখানে হয়, তাহলে সেখানেই যান, ভারতে কী করছেন?”
এখানেই না থেমে, শাহরুখের ‘জওয়ান’ ছবির বিখ্যাত সংলাপ “বেটেকো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর” নিয়েও কটাক্ষ করেন অভিনব। তিনি প্রশ্ন তোলেন, “ওরা তো এমন প্রাসাদে থাকে যেগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে। ওদের সঙ্গে আমরা কথা বলব কী নিয়ে? ওরা কী আমাদের খাওয়ায়? ওর মানসিকতাও ঠিক নয়।”
সোশ্যাল মিডিয়ায় তুমুল ক্ষোভ
অভিনব কাশ্যপের এই মন্তব্যের পরেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের অভিযোগ, পরিচালক তাঁর ব্যক্তিগত ঝামেলায় হিন্দু-মুসলিম অ্যাঙ্গেল টেনে এনেছেন।
নেটিজেনের মন্তব্য: এক ব্যবহারকারী লেখেন, “আগেই বলেছিলাম, এই লোকটা মুসলিমবিদ্বেষী। সলমন-শাহরুখ খানের প্রতি তাঁর ঘৃণার অর্ধেকটাই ধর্মীয় পক্ষপাত থেকে।”
অন্য একজন যোগ করেন, “সলমন নিয়ে অভিযোগের কিছুটা বাস্তবতা থাকলেও শাহরুখকে নিয়ে এসব মন্তব্য সম্পূর্ণ অযৌক্তিক।”
কেউ কেউ স্পষ্ট মন্তব্য করেছেন, “পুরো ভিডিওটাই মুসলিম বিদ্বেষে ভরপুর।”
শিল্পমহল এবং দর্শকদের একাংশ মনে করছেন, সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে অভিনবের অভিযোগ কিছুটা ভিত্তিযুক্ত হলেও শাহরুখের বিরুদ্ধে এই হঠাৎ আক্রমণ সম্পূর্ণ অর্থহীন এবং ব্যক্তিগত আক্রোশপ্রসূত। এক সময়ের ব্লকবাস্টার ‘দবং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ এখন যেন বিতর্কের নতুন কেন্দ্রবিন্দু।