জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার, যিনি ‘হাম দিল দে চুকে সনম’ এবং ‘দেবদাস’-এর মতো সিনেমায় সুরের জাদুতে মুগ্ধ করেছেন, এবার তাঁর ব্যক্তিগত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিয়ের পর বা মা হওয়ার পর পরিবারের মহিলা বাইরে কাজ করবেন, এমনটা তিনি মেনে নিতে পারেন না—তাঁর এই মনোভাব প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে।
বিতর্কের সূত্রপাত গওহর খানকে নিয়ে
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসমাইল দরবার তাঁর পুত্রবধূ তথা জনপ্রিয় অভিনেত্রী গওহর খানের কাজ করা প্রসঙ্গে নিজের মানসিকতা তুলে ধরেন। তিনি গওহরের প্রশংসা করে বলেন, গওহর স্ত্রী ও সন্তানের মা হিসেবে সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন।
তবে এর পরই তিনি বলেন, বিয়ে হওয়ার পর বা মা হওয়ার পর কোনো মহিলা বাইরে কাজ করুক, এটা তিনি মেনে নিতে পারেন না। আর এই মন্তব্যেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন সঙ্গীত পরিচালক।
ইসমাইল দরবার কী বলেছেন?
সঙ্গীত পরিচালক সাক্ষাৎকারে বলেন, “আমি পিছিয়ে পড়া পরিবার থেকে এসেছি। আজও টেলিভিশনে যদি কোনও সেনসেশনাল দৃশ্য আসে, আমরা তা বন্ধ করে দিই। গওহর এখন আমাদের পরিবারের একজন। এখন তাঁর সম্মান আমাদের ওপরও নির্ভরশীল। কিন্তু আমি বলতে পারি না তাঁকে বাইরের কাজ বন্ধ করে দিতে। এই অধিকার একমাত্র আমার ছেলে জয়ৈদের আছে।”
তিনি আরও বলেন যে, তাঁর স্ত্রী আয়েষা মা হওয়ার পর চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং পরিবারের জন্য বিশাল বড় আত্মত্যাগ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ইসমাইল দরবারের এই সাক্ষাৎকার সামনে আসার পর নেটিজেনরা তাঁর ‘পুরুষতান্ত্রিক মানসিকতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন।
সিদ্ধান্তের অধিকার: বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন, “গওহর কাজ করবে কি করবে না, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার জয়ৈদকে কে দিয়েছে? গওহর প্রাপ্তবয়স্ক একজন মহিলা।”
কেরিয়ার নিয়ে কটাক্ষ: অনেকে মনে করিয়ে দিয়েছেন যে ইনফ্লুয়েন্সার-কোরিয়োগ্রাফার জয়ৈদের চেয়ে গওহরের কেরিয়ার অনেক বেশি উজ্জ্বল এবং সফল। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, “বৌমাকে কাজে যেতে বারণ করার বদলে আপনার ছেলেকে আরও বেশি পরিশ্রম করতে বলুন।”
নিন্দার ভাষা: অনেকে ইসমাইল দরবারের মানসিকতাকে ‘পুরনো মানসিকতা’ ও ‘ভীষণ লজ্জার’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, গওহর খান এবং ইসমাইল দরবারের ছেলে জয়ৈদ দরবার ২০২০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের এক পুত্র সন্তান (জেহান) রয়েছে। গওহর যেভাবে সংসার, সন্তানের সঙ্গে নিজের সফল কেরিয়ার সামলে চলেছেন, তার জন্য নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।