শাহরুখের সংস্থার বিরুদ্ধে ২ কোটির মানহানির মামলা! ‘The Ba***ds of Bollywood’ সিরিজে NCB-র প্রাক্তন অফিসার সামীর ওয়াংখেড়ের চরম ক্ষোভ

বলিউডে প্রভাব, ক্ষমতা এবং সত্য-মিথ্যার টানাপোড়েন ঘিরে তৈরি বিতর্কিত ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’* এখন আদালতের নজরে। প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসার সামীর ওয়াংখেড়ে এই সিরিজ নির্মাতা ও সম্প্রচারকদের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। সম্প্রতি দিল্লি হাইকোর্ট Netflix ও Red Chillies Entertainment-সহ আরও কিছু টেক সংস্থার বিরুদ্ধে সমন জারি করেছে।

সামীর ওয়াংখেড়ে তাঁর আবেদনে দাবি করেছেন, এই ওয়েব সিরিজটি ইচ্ছাকৃতভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে ছোট করার জন্য বানানো হয়েছে। তাঁর বক্তব্য, এটি শুধুমাত্র এক ব্যক্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা নয়, বরং তাঁর ব্যক্তিগত ও পেশাদার ভাবমূর্তির ওপর সরাসরি আঘাত।

বিতর্কের কেন্দ্রে ‘ক্রুজ ড্রাগস কাণ্ড’ ও শাহরুখের প্রযোজনা সংস্থা
সামীর ওয়াংখেড়ে প্রথমবার দেশজুড়ে শিরোনামে উঠে এসেছিলেন ২০২১ সালে, যখন তিনি এনসিবি-র পক্ষ থেকে ‘ক্রুজ ড্রাগস কাণ্ড’-এর নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গ্রেফতার হন। এই ঘটনাকে কেন্দ্র করে বলিউড এবং মিডিয়া মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।

সম্প্রতি, Red Chillies Entertainment প্রযোজিত ও Netflix-এ সম্প্রচারিত ‘The Ba***ds of Bollywood’ সিরিজে একটি চরিত্রকে সামীর ওয়াংখেড়ের সঙ্গে আশ্চর্যরকমের মিল রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। Red Chillies Entertainment হলো শাহরুখ খানের প্রযোজনা সংস্থা।

জাতীয় সম্মান অবমাননার অভিযোগ!
যে দৃশ্যে মূলত বিতর্ক তৈরি হয়েছে, সেখানে দেখা যায়—সিরিজের ওই চরিত্রটি ‘সত্যমেব জয়তে’ বলে মধ্যমা প্রদর্শন করছে। সামীর ওয়াংখেড়ের দাবি, এই দৃশ্যটি শুধুমাত্র আপত্তিকর নয়, বরং জাতীয় সম্মান অবমাননা আইনের (Prevention of Insults to National Honour Act, 1971) লঙ্ঘন।

আদালতের তরফে সমন জারি হওয়ার পর Netflix এবং Red Chillies-কে আগামী দিনে আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে। আদালত প্রথম ধাপে কোনো স্থগিতাদেশ জারি করে কিনা, সেদিকেই এখন সবার নজর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy