খুনের ধারা যুক্ত হলো গায়কের মৃত্যুতে! সিআইডি হেফাজতে তুতো ভাই সন্দীপন, আজ আদালতে পেশ

সিঙ্গাপুরে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে এবার এক চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায় গায়কের তুতো ভাই এবং অসম পুলিশের পরিষেবা (APS) অফিসার সন্দীপন গর্গকে গ্রেফতার করল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)। অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন গায়কের সঙ্গেই উপস্থিত ছিলেন এই পুলিশ অফিসার।

অসম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) পদে কর্মরত সন্দীপন গর্গকে সিআইডি কর্তৃক একাধিকবার জিজ্ঞাসাবাদের পরই হেফাজতে নেওয়া হয়। আজ, তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে পেশ করা হবে।

ইয়ট ট্রিপে মৃত্যু: মামলায় যুক্ত হলো ‘খুনের ধারা’
৫২ বছর বয়সী জুবিন গর্গ, যিনি বলিউড এবং অসমীয়া গানের জন্য সুপরিচিত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রের কাছে সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মারা যান। তিনি ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং সেখানেই একটি ইয়ট ট্রিপে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ১০৩ (খুনের শাস্তি) যুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। গায়কের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকেও গ্রেফতার করা হয়েছে।

গায়কের মৃত্যুর ঘটনায় অসম জুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন। ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারের গ্রেফতারের ঘটনায় জুবিনের মৃত্যু রহস্য আরও ঘনীভূত হলো।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy