বলিউডের ‘ভাইজান’ সলমন খান আজ দেশের অন্যতম সুপারস্টার। তাঁর কোটি কোটি ভক্ত। তবে বলিউডে তাঁর ফিল্মি কেরিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। এক্কেবারে নতুন এবং অভিনয় না জানা একজন অভিনেতা থেকে তিনি কীভাবে আজকের অবস্থানে পৌঁছলেন, সেই গল্প সম্প্রতি সামনে আনলেন তাঁর প্রথম দিকের ছবি ‘বিবি হো তো অ্যায়সি’-এর পরিচালক জে. কে. বিহারী।
এক সাক্ষাৎকারে জে. কে. বিহারী জানান, সলমন প্রথম থেকেই তাঁর কাজ সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল এবং মনোযোগী ছিলেন। তিনি সবসময়ই শুটিং সেটে সময়ে চলে আসতেন এবং কঠোর পরিশ্রম করতেন। তবে একটি বড় সমস্যা ছিল।
পরিচালক বলেন, “বেশ কিছু সময় আমি সলমনের উপর ভীষণই বিরক্ত হতাম। সলমন নিজের সংলাপ সঠিকভাবে বলতে পারত না। আমি সত্যি ধৈর্য হারিয়ে ফেলতাম।”
ত্রাতা হিসেবে এগিয়ে এলেন বর্ষীয়ান রেখা
ঠিক তখনই তরুণ সলমন খানের পাশে এসে দাঁড়ান বর্ষীয়ান অভিনেত্রী রেখা, যিনি ওই ছবিতে অভিনয় করছিলেন। পরিচালককে শান্ত করে রেখা আশ্বাস দেন, তিনি নিজেই সলমনকে অভিনয় শিখিয়ে নেবেন।
পরিচালক আরও জানান, রেখার এই সাহায্যের পর সলমন এবং রেখার মধ্যে অত্যন্ত সুসম্পর্ক তৈরি হয়েছিল। সলমন নিজেও এই ঘটনার কথা সম্প্রতি ‘বিগ বস’ সিজন ১৯-এর মঞ্চে স্বীকার করেছেন। পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে শুরু করলেও, নিজের চেষ্টা এবং সিনিয়র শিল্পীর সাহায্যেই তিনি বলিউডের সুপারস্টার হয়ে ওঠেন।
নতুন ছবির কাজে ব্যস্ত সলমন: ফিরছেন অ্যাকশনে
বর্তমানে সলমন খান তাঁর নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ব্যস্ত। ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ছবিটি, যার প্রথম অংশের শুটিং ইতিমধ্যেই লেহ-লাদাখে শেষ হয়েছে।