‘আই জাস্ট লভ ইউ রাঘব’! যাকে দেখলে লজ্জা পান স্বয়ং কিং খান, তাঁর প্রতি কেন এত মুগ্ধতা ‘বাদশা’-র?

গোটা বিশ্বে কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজ করেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। কিন্তু জানেন কি, স্বয়ং কিং খান কার ভক্ত? সম্প্রতি স্টার প্লাসের জনপ্রিয় নাচের শো ‘ডান্স প্লাস’-এর একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েলের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়।

অনুষ্ঠানে এসে বলিউড বাদশা স্বীকার করেন যে, তিনি রাঘবের এতটাই বড় ভক্ত যে, প্রথমদিকে তাঁর নাম না জানা সত্ত্বেও তিনি রাঘব সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করেছেন।

‘আমি ওর মা-বাবার নামও জানি’
মঞ্চে এসে শাহরুখ খান রাঘবের প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করে বলেন:

“আমি প্রথমে ওর নামও জানতাম না। কিন্তু আমার ওকে এত ভাললাগে, যে আমি ওর সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করেছি। আমি তো ওর মা-বাবার নামও জানি এখন। খুব ভাল মানুষ। আমি ওর সবচেয়ে বড় ফ্যান। আজকে সেটা বলেই দিলাম।”

কিং খান আরও জানান, রাঘবের প্রতি এই ভালোবাসার কারণে প্রথমদিকে তাঁর সঙ্গে দেখা করতেও তিনি লজ্জা পেতেন। কারণ, তিনি যার এত বড় ভক্ত, তাঁর সামনে যাওয়া তাঁর কাছে বেশ কঠিন ছিল। তবে মঞ্চে রাঘবকে সামনে পেয়ে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। কিং খান বলেন, “আই জাস্ট লভ ইউ রাঘব।”

রাঘব জুয়েল সবসময়ই বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ খানের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা জানিয়েছেন। প্রিয় তারকার মুখ থেকে এমন কথা শুনে রাঘব মুহূর্তেই আনন্দে আত্মহারা হয়ে যান। শাহরুখের এই কথা শুনে সেই শোতে উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। সেই পুরনো ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়ে মানুষের মন ছুঁয়ে যাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy